• সমগ্র বাংলা

লালমনিরহাটে জেন-জি'র উদ্যোগে তারুণ্যের পিঠা উৎসব অনুষ্ঠিত

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

লালমনিরহাট প্রতিনিধিঃ লালমনিরহাটে তারুণ্যের পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দিনব্যাপী জেলার রেলওয়ে মুক্তমঞ্চে এ পিঠা উৎসবের আয়োজন করে জেন-জি লালমনিরহাট। হারিয়ে যাওয়া গ্রামীণ ঐতিহ্যের পিঠাপুলির সাথে নতুনদের পরিচয় করিয়ে দেয়া ও তরুণ প্রজন্মকে মানবিক মানুষ হিসেবে গড়ে তোলার লক্ষ্যে এ পিঠা উৎসবের আয়োজন।
গ্রামীন ঐতিহ্যকে তরুণ প্রজন্মের কাছে তুলে ধরতে জেন-জি লালমনিরহাটের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে তারুণ্যের পিঠা উৎসব।বৃহস্পতিবার বিকেলে এ উৎসবে অংশ নেয় তরুণ প্রজন্মের ২ হাজার শিক্ষার্থী।এ পিঠা উৎসবে হারিয়ে যাওয়া নানা ধরনের পিঠার পসরা সাজিয়েছে তরুণ উদ্যোক্তারা।২৬ জন তরুণ উদ্যোক্তা এ পিঠা উৎসবের ষ্টলে নানান রকমের পিঠা সাজিয়ে বসে। এবং আগত সকল তরুণ--তরুণীকে বিনামূল্যে নানা ধরনের পিঠা খাওয়ানো হয়েছে।এ পিঠা উৎসবে বিভিন্ন শ্রেণীপেশার নানান বয়সী মানুষ ভীড় জমায়। পিঠা উৎসবের বিশেষ আকর্ষণ ছিল ইতিহাস ঐতিহ্য নিয়ে কুইজ প্রতিযোগিতা।এ প্রতিযোগিতায় অংশ নেয় তরুণ প্রজন্মের সহস্রাধিক শিক্ষার্থী।পরে পিঠা উৎসবে অংশ নেয়া তরুণ প্রজন্মের জন্য ক্যারিয়ার গঠনের লক্ষ্যে উদ্যোক্তা ও ফ্রিল্যান্সিং বিষয়ের ওপর এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। কর্মশালায় অংশ নিয়ে তরুণদের মাঝে গুরুত্বপূর্ণ আলোচনা করেন,তরুণ উদ্যোক্তা আহনাফ হাবিব ইনতিশার,আহমিক হাবিব ইয়ারদান,বিশিষ্ট ব্যবসায়ী আবুল বাসার সুমন,ফ্রিল্যান্সিং উদ্যোক্তা জাহাঙ্গীর আলম সরকার। এ সময় কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
পিঠা উৎসব কমিটির আহবায়ক শহীদ ইসলাম সুজন বলেন,তরুণ সমাজকে মাদকের হাত থেকে রক্ষা, শিক্ষামুখী করে তোলা ও মানবিক ব্যক্তিত্বসম্পন্ন মানুষ গড়ে তোলার লক্ষ্যে এ উৎসব আয়োজন করা হয়। তাছাড়া গ্রাম বাংলার হারিয়ে যাওয়া নানা ধরনের পিঠাপুলির সাথে ও পরিচিতি লাভ করবে তারা। তরুণদের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে এ ধরনের আয়োজনের প্রশংসা করেছেন স্থানীয়রা।

মন্তব্য (০)





  • company_logo