ছবিঃ সিএনআই
মাগুরা প্রতিনিধি : যুব উন্নয়ন অধিদপ্তর মাগুরা জেলা কার্যালয় ও যুব প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে বিভিন্ন ট্রেডের প্রশিক্ষণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ১৫ জানুয়ারি ২০২৬ বেলা ১১টা ৩০ মিনিটে মাগুরা জেলা যুব উন্নয়ন কার্যালয়ের হল রুমে এ উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যুব উন্নয়ন অধিদপ্তর মাগুরা জেলা কার্যালয়ের উপপরিচালক মোঃ ইলিয়াসুর রহমান।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা জেলার সম্মানিত জেলা প্রশাসক মো. আব্দুল্লাহ আল মাহমুদ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাগুরা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার দীপংকর ঘোষ এবং যুব প্রশিক্ষণ কেন্দ্র মাগুরা জেলা কার্যালয়ের কো-অর্ডিনেটর মোঃ মাহবুবুর রহমান।
অনুষ্ঠানে বক্তারা বলেন, যুবসমাজকে দক্ষ ও আত্মনির্ভরশীল হিসেবে গড়ে তুলতে যুব উন্নয়ন অধিদপ্তর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। বর্তমান শ্রমবাজার ও সময়োপযোগী চাহিদা অনুযায়ী বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণের মাধ্যমে যুবকদের আত্মকর্মসংস্থান ও উদ্যোক্তা হিসেবে গড়ে তোলাই এ কর্মসূচির মূল লক্ষ্য।
প্রশিক্ষণ কার্যক্রমের আওতায় বিউটিফিকেশন, ওয়েল্ডিং, ইলেকট্রিক্যাল, কম্পিউটার, ড্রেস মেকিংসহ বিভিন্ন কারিগরি ও আত্মকর্মসংস্থানমূলক ট্রেড অন্তর্ভুক্ত রয়েছে। প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারী প্রশিক্ষণার্থীদের সরকার নির্ধারিত ভাতা ও সনদপত্র প্রদান করা হবে বলে জানানো হয়।
অনুষ্ঠান শেষে প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক আলোচনা করা হয় এবং প্রশিক্ষণের সফল বাস্তবায়নে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করা হয়।
দিনাজপুর প্রতিনিধি : ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জের দানাজপু...
মাগুরা প্রতিনিধি : আসন্ন মাগুরা–২০২৬ জাতীয় সংসদ নির্ব...
নড়াইল প্রতিনিধ : নড়াইলের লোহাগড়া উপজেলায় অভিযান চালিয়ে আগ্ন...
বগুড়া প্রতিনিধি : বগুড়ায় আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্রসহ ...
ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের মধুখালী পৌরসভার পশ্চিম গাড়াখোল...

মন্তব্য (০)