ছবিঃ সিএনআই
পাবনা প্রতিনিধিঃ পাবনার চাটমোহরে মাদকাসক্ত এক যুবকের বিরুদ্ধে শিয়ালের মাংস বিক্রির চেষ্টার অভিযোগ পাওয়া গেছে।
গত মঙ্গলবার উপজেলার হরিপুর ইউনিয়নে এ ঘটনা ঘটলে পরে বিষয়টি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
এলাকাবাসীর তথ্যে জানা গেছে, উপজেলার হরিপুর ইউনিয়নের আবদাল পাড়া গ্রামের মাংস বিক্রেতা আশুর ছেলে আশরাফুল ঐ দিন সকালে বাড়ির পাশের পানের বোরজের জালে আটকা পড়া একটি শিয়াল ধরে গোপনে বাড়িতে নিয়ে আসে। পরে শিয়ালটি জবাই করে মাংস নিয়ে বিক্রির উদ্দেশ্যে বাজারের দিকে যেতে থাকে। পথিমধ্যে এলাকার মানুষ তাকে জিজ্ঞাসা করে তার ব্যাগে কি। এসময় সে দৌড়ে পালিয়ে গিয়ে ধুলাউড়ি গ্রামে একটি জোলার ব্রিজের নিচে পুঁতে দেয়ার চেষ্টা করে। পরে এলাকার মানুষ তার বাড়িতে গিয়ে বিষয়টি জানতে পারে যে সে একটি শিয়ালের মাংস বাজারে বিক্রি করার জন্য নিয়ে যাচ্ছিল। এ ঘটনা ক্রমশ এলাকায় ছড়িয়ে পড়লে অভিযুক্ত আশরাফুল গা ঢাকা দিয়েছে।
এ বিষয়ে হরিপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারন সম্পাদক প্রভাষক সিরাজুল ইসলাম জানান, ঘটনাটি গত কয়েকদিন আগের। আমাদের এলাকাতেই এ ঘটনা ঘটেছে। তবে সেই ছেলেটি মাদকাসক্ত ও মানুষিক রোগী। একজন সুস্থ মস্তিস্কের মানুষ জেনে বুঝে এমন ন্যাক্কারজনক কাজ করতে পারেনা।
ঘটনার বিষয়ে জানতে চাইলে চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ গোলাম সারওয়ার হোসেন জানান, বিষয়টি জানার পরে সেখানে পুলিশ পাঠানো হয়েছিল। যে ছেলেটি এ কাজটি করেছে সে একজন মাদকাসক্ত। এখনও এই বিষয়ে থানায় কেউ অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।
মাগুরা প্রতিনিধি : যুব উন্নয়ন অধিদপ্তর মাগুরা জেলা কার্যালয় ...
দিনাজপুর প্রতিনিধি : ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জের দানাজপু...
মাগুরা প্রতিনিধি : আসন্ন মাগুরা–২০২৬ জাতীয় সংসদ নির্ব...
নড়াইল প্রতিনিধ : নড়াইলের লোহাগড়া উপজেলায় অভিযান চালিয়ে আগ্ন...
বগুড়া প্রতিনিধি : বগুড়ায় আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্রসহ ...

মন্তব্য (০)