• সমগ্র বাংলা

লালমনিরহাটে বিজিবির হাতে বিএসএফ সদস্য আটক

  • সমগ্র বাংলা

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় সীমান্ত শূন্যরেখা অতিক্রম করে বাংলাদেশে প্রবেশ করায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) এক সদস্যকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

‎রোববার (২১ ডিসেম্বর) ভোরে দহগ্রাম-আঙ্গরপোতা সীমান্ত এলাকার বিওপির দায়িত্বপূর্ণ পিলার ডিএএমপি ১/৭ এস এর কাছে ডাঙ্গাপাড়া নামক স্থানে এ ঘটনা ঘটে।

‎আটক বিএসএফ সদস্যের নাম কনস্টেবল বেদ প্রকাশ। তিনি ভারতীয় অর্জুনবাড়ি ক্যাম্পের সদস্য।

‎বিজিবি সূত্র জানায়, বিজিবির আঙ্গরপোতা বিওপির টহলদল তাকে দ্রুত আটক করে এবং ক্যাম্পে নিয়ে যায়। আটক বিএসএফ সদস্যের কাছ থেকে একটি শটগান, দুই রাউন্ড গুলি, একটি ওয়্যারলেস সেট এবং একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

‎আরও জানায়, ঘটনাটি নিয়ে উভয় দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে যোগাযোগ চলছে এবং আটক বিএসএফ সদস্যকে নিয়ে পরবর্তী কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

‎সীমান্ত এলাকার বাসিন্দারা জানান, ভারত ও বাংলাদেশের একটি গরু পারাপারকারীদের দল সীমান্ত এলাকায় জড়ো হয়। তখন অর্জুনবাড়ি ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাদের তাড়া করে। একপর্যায়ে তারা বাংলাদেশের প্রায় ৩০০ গজ অভ্যন্তরে বাংলাদেশের এক ব্যক্তির বাড়িতে প্রবেশ করলে টহলরত বিজিবি দল তাকে ধরে ফেলে। বর্তমানে আটক ওই ভারতীয় বিএসএফ সদস্য দহগ্রাম ৫১ বিজিবি ব্যাটালিয়নের অধীনে রয়েছেন।

‎দহগ্রাম ইউনিয়নের বাসিন্দা রেজানুর রহমান রেজা বলেন, দহগ্রাম ভারত বেষ্টিত হওয়ার কারণে বিএসএফ সদস্যরা মাঝেমধ্যে বাংলাদেশে প্রবেশ করে। এর আগেও ২০১৪ সালের নতুন চুক্তির দোহাই দিয়ে নোম্যান্সল্যান্ডে কাঁটাতারের বেড়ায় উস্কানিমূলকভাবে বড় বড় মদের বোতল ঝুলিয়ে রেখেছিল।

‎৫১ বিজিবি ব্যাটালিয়ন সেক্টর কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল সেলিম আল দীন বলেন, বিএসএফের উচ্চপর্যায়ে যোগাযোগ চলছে। বিস্তারিত আপনাদেরকে পরে জানানো হবে।

মন্তব্য (০)





image

জামালপুরে কল প্রকল্পের অবহিতকরণ সভা

জামালপুর প্রতিনিধি : স্থানীয় জনগণ ও প্রতিনিধিদের নেতৃত্বে জল...

image

লালমনিরহাটে বিএনপি কার্যালয়ের ভিত্তিপ্রস্তর উদ্বোধন

লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাট সদর উপজেলার মহেন্দ্রনগর ইউ...

image

‎মিরসরাই টি এম ওয়েভ ফাউন্ডেশনের সহযোগিতায় অর্টিজম শিশুদ...

নিউজ ডেস্ক : মিরসরাইয়ে সামাজিক সেবামূলক সংগঠন সংগঠন টি এম ও...

image

বগুড়া ৬ আসনে তারেক রহমান এবং ৭ আসনে খালেদা জিয়ার পক্ষে ...

বগুড়া প্রতিনিধি : বগুড়ায় নেতাকর্মীদের নিয়ে উৎসবমুখর প...

image

দহগ্রাম-আঙ্গরপোতায় অনুপ্রবেশের কারণে বিএসএফ সদস্য আটক

লালমনিরহাট প্রতিনিধি :লালমনিরহাটের পাটগ্রাম উ...

  • company_logo