বগুড়া প্রতিনিধি : বগুড়ায় নেতাকর্মীদের নিয়ে উৎসবমুখর পরিবেশে উত্তোলন করা হয়েছে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মনোনয়নপত্র।
রবিবার দুপুরে প্রথমে জেলা রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে সদর আসনে তারেক রহমান ও পরে সরকারি রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে বগুড়া ৭ আসনে বেগম খালেদা জিয়ার পক্ষে মনোনয়নপত্র উত্তোলন করেন বিএনপির নেতা কর্মীরা।
রবিবার দুপুর আনুমানিক সাড়ে ১২টায় বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা তারেক রহমানের পক্ষে মনোনয়ন ফরম উত্তোলন করেন। জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ শেষে তিনি জানান এরই মধ্যে বগুড়া-৬ আসনের নির্বাচনের প্রস্তুতি শেষ হয়েছে। তাদের নেতা তারেক রহমান লন্ডনে থাকায় তার সম্মতিতে নেতাকর্মীদের নিয়ে রবিবার তারা মনোনয়ন সংগ্রহ করেছেন। বাদশা বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মভূমি এই বগুড়ার মাটি ও মানুষের সাথে সম্পর্ক ধানের শীষের। তারেক রহমান আগামী ২৫শে ডিসেম্বর দেশে ফিরছেন। তার আগমনকে ঘিরে পুরো জেলায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।
এরপর পরপরই একইদিন দুপুর আনুমানিক ২টায় জেলার সরকারি রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে বগুড়া ৭ আসনে বেগম খালেদা জিয়ার পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হেলালুজ্জামান তালুকদার লালু। এ সময় তিনি বলেন, বগুড়ার পুত্রবধূ সাবেক তিনবারের প্রধানমন্ত্রী অসুস্থ অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন। তাই তার পক্ষে নেতাকর্মীদের সাথে নিয়ে বগুড়া ৭ আসনে বিএনপির নির্বাচন সমন্বয়কারী হিসেবে তিনি মনোনয়ন সংগ্রহ করেছেন। তিনি বলেন, বেগম খালেদা জিয়া সুস্থ হয়ে দ্রুতই তাদের মাঝে ফিরে আসবেন।
এদিকে দলের শীর্ষ দুই নেতার অংশগ্রহণ থাকায় তফশিলের আগে থেকেই বগুড়ায় জমে উঠেছে নির্বাচনী কার্যক্রম। রবিবার একই দিন দুই নেতার মনোনয়ন উত্তোলন কে ঘিরে উৎসবমুখর পরিবেশ তৈরি হয় রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে। নেতাকর্মীদের প্রত্যাশা বগুড়ায় বিপুল ভোটে ধানের শীষের বিজয় হবে।
এদিকে প্রয়োজনীয় প্রস্তুতি রয়েছে নির্বাচন কমিশনেরও। জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক তৌফিকুর রহমান জানান নির্বাচনী আচরণবিধি পর্যবেক্ষণের জন্য ইতিমধ্যেই সকল উপজেলায় নিযুক্ত রয়েছে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট। এখন পর্যন্ত জেলায় নির্বাচনের সার্বিক পরিস্থিতি সন্তোষজনক। তার কার্যালয় থেকে তারেক রহমানসহ এখন পর্যন্ত দুইজনের মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে। জেলা জুড়ে নির্বাচনী আচরণবিধি কঠোরভাবে পালনের লক্ষ্যে তারা কাজ করে যাচ্ছেন।
উল্লেখ্য, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রথমবারের মতো নির্বাচনে অংশ নিচ্ছেন বগুড়া-৬ সদর আসন থেকে। বিএনপির রাজনীতির দুর্গ হিসেবে পরিচিত বগুড়ায় শীর্ষ দুই নেতার ভোটে অংশগ্রহণ করা নিয়ে জেলা জুড়ে বিরাজ করছে নির্বাচনে আমেজ। রবিবার মনোনয়নপত্র সংগ্রহকালে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে অন্যান্যদের মাঝে আরও উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা একেএম মাহবুবুর রহমান, কেন্দ্রীয় নির্বাহী সদস্য আলী আজগর তালুকদার হেনা, জেলা বিএনপির সাবেক সভাপতি ভিপি সাইফুল ইসলাম, সাবেক আহ্বায়ক ও বগুড়া ৫ আসনে বিএনপির মনোনীত প্রার্থী জিএম সিরাজ, জেলা বিএনপির সহ-সভাপতি এম আর ইসলাম স্বাধীন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও বগুড়া ৪ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মোশারফ হোসেন, সদর উপজেলা বিএনপির সভাপতি মাফতুন আহমেদ খান রুবেল, শহর বিএনপির সভাপতি হামিদুল হক চৌধুরী হিরু, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক নাজমা আক্তার, বগুড়া জেলা যুবদলের সভাপতি জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক আবু হাসান, শহর যুবদলের সভাপতি আহসান হাবীব মমি, জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধান, সাধারণ সম্পাদক এম আর হাসান পলাশ প্রমুখ।
মন্তব্য (০)