ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্ক : সিলেটের কোম্পানীগঞ্জ সীমান্তে ভারতীয় খাসিয়া আদিবাসীদের গুলিতে বাংলাদেশি দুই যুবক নিহতের খবর পাওয়া গেছে।
শুক্রবার (১৯ ডিসেম্বর) বেলা ১১টায় উপজেলার উত্তর রণিখাই ইউনিয়নের তুরং ও দুপুর ১২টায় বরমসিদ্ধিপুর সীমান্তে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- উপজেলার উত্তর রণিখাই ইউনিয়নের পূর্ব তুরং এলাকার মোশাহিদ আলীর ছেলে আশিকুর রহমান (২০) ও একই ইউনিয়নের বরম সিদ্ধিপুর গ্রামের আজমান আলীর ছেলে মো. ইয়াকুব উদ্দিন (৩২)। এছাড়া একই এলাকার মৃত আব্দুর রবের ছেলে মোশাঈদ (২২) গুরুতর আহত হয়েছেন।
পুলিশ ও নিহতদের পরিবার সূত্রে জানা গেছে, বেলা ১১টায় উপজেলার তুরং সীমান্ত দিয়ে অবৈধভাবে অনুপ্রবেশ করে আশিকুর ও মোশাঈদ। এ সময় ভারতের খাসিয়া আদিবাসীরা তাদেরকে তিন রাউন্ড গুলি করে। এতে ঘটনাস্থলেই আশিকুরের মৃত্যু হয়। মোশাঈদ গুলিতে আহত হয়ে পালিয়ে আসেন। পরে স্থানীয় বাংলাদেশিরা লাশ উদ্ধার করে নিজ বাড়িতে নিয়ে আসেন।
অন্যদিকে দুপুর ১২টায় উপজেলার বরম সিদ্ধিপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে অনুপ্রবেশ করে ইয়াকুব উদ্দিন। তাকেও ভারতের খাসিয়া আদিবাসীরা বুক, মুখ ও পায়ে গুলি করে। খবর পেয়ে তার স্বজনরা তাকে ভারতের ভেতর থেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করেছেন কোম্পানীগঞ্জ থানার ওসি মো. শফিকুল ইসলাম খান। তিনি বলেন, সীমান্তে খাসিয়াদের গুলিতে দুই বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। তাদের আত্মীয়রা ভারতের অভ্যন্তরে গিয়ে লাশ উদ্ধার করেছেন। উভয়ের লাশ থানায় আছে। পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
নওগাঁ প্রতিনিধি : নওগাঁয় আওয়ামীলীগ নেতাদের গ্রেফতারের দাবীতে এসপির বাসভব...
পাবনা প্রতিনিধি : পাবনার ঈশ্বরদীতে মোটরসাইকেল ও সিএনজিচালিত অটোরিকশার মধ...
নওগাঁ প্রতিনিধি : এক সময়ের রক্তাক্ত জনপদ হিসেবে খ্যাত নওগাঁর রাণীনগর উপ...
ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের সদরপুরে সাবরেজিস্টার অফিসের পা...
নওগাঁ প্রতিনিধি: ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য সতন্ত্র সংসদ...

মন্তব্য (০)