ছবিঃ সিএনআই
গাজীপুর প্রতিনিধি : দখল ও দূষণের চাপে ক্রমশ বিপন্ন হয়ে উঠছে কালীগঞ্জের প্রকৃতি ও পরিবেশ। এই সংকট থেকে উত্তরণের পথ খুঁজতেই বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) উদ্যোগে পরামর্শ সব অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) বিকেল ৩টায় কালীগঞ্জ মহিলা ডিগ্রী কলেজের মিলনায়তনে এ পরামর্শ সভা অনুষ্ঠিত হয়।
“দখল-দূষণে বিপন্ন পরিবেশ : সংকট উত্তরণে আমাদের করণীয়” শীর্ষক এ সভায় কালীগঞ্জ উপজেলার নদ-নদী ও জলাশয়ের দখল ও দূষণ, গৃহস্থালী, বাণিজ্যিক ও শিল্প বর্জ্যের ক্ষতিকর প্রভাব, অবৈধ ইটভাটা ও বায়ু দূষণ, শব্দ দূষণ, অপরিকল্পিত নগরায়ন ও যোগাযোগ ব্যবস্থার নেতিবাচক দিক, পরিবেশ স্বাস্থ্য ও নিরাপদ খাদ্যের সংকট, জীববৈচিত্র্য ধ্বংস এবং শালবন উজাড়ের মতো গুরুতর বিষয়গুলো আলোচনায় উঠে আসে।
সভায় স্থানীয় বাস্তবতার আলোকে কালীগঞ্জের সার্বিক পরিবেশ ও প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় করণীয় নির্ধারণ এবং ভবিষ্যৎ কর্মপন্থা প্রণয়নের লক্ষ্যে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয় বলে আয়োজকবৃন্দ।
অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) জাতীয় কমিটির সদস্য মো. হাফিজুল ইসলাম, গাজীপুর জেলা কমিটির সাধারন সম্পাদক হাসান ইউসুফ খান, কালীগঞ্জ মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ মু. নাজমুল ইসলাম, কালীগঞ্জ উপজেলা প্রেস ক্লাবের সভাপতি আশরাফুল আলম আইযুব, কালীগঞ্জ কল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক মো. মাশহুদুর রহমান সাজেদ, বাংলাদেশ নদী পরিব্রাজক দল কালীগঞ্জ উপজেলা শাখার সভাপতি আব্দুর রহমান আরমান ও সেক্রেটারি রফিক সরকার।
এছাড়া পরিবেশ সচেতন নাগরিক, মহিলা ডিগ্রী কলেজের শিক্ষক, স্থানীয় গণমাধ্যমকর্মী, সামাজিক সংগঠনের প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ সভায় অংশগ্রহণ করেন।
বাপা নেতৃবৃন্দের মতে, কালীগঞ্জের পরিবেশ রক্ষায় এখনই সমন্বিত উদ্যোগ না নিলে ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করা কঠিন হয়ে পড়বে। এ পরামর্শ সভা সেই উদ্যোগেরই একটি গুরুত্বপূর্ণ ধাপ।
পাবনা প্রতিনিধি : পাবনার চাটমোহরে নানা আয়োজনে উদযাপিত হয়েছে ...
বগুড়া প্রতিনিধি : ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবসে বগুড়ায...
গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : মহান বিজয় দ...
সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি : চট্টগ্রাম...
বেনাপোল প্রতিনিধি : বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন দিয়ে ভারতে যা...

মন্তব্য (০)