• সমগ্র বাংলা

চাকার গতিতে গ্রাম প্রশাসন: টহলে নতুন প্রাণ এনে দিলো সাইকেল

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

গাজীপুর প্রতিনিধি : গাজীপুরের কালীগঞ্জে গ্রামীণ নিরাপত্তা ব্যবস্থায় নতুন মাত্রা যোগ হলো। গ্রাম পুলিশের কাজের গতি, সেবা ও তদারকি কার্যক্রম আরও দ্রুত ও কার্যকর করার লক্ষ্যে উপজেলায় বিভিন্ন ইউনিয়নে কর্মরত গ্রাম পুলিশ সদস্যদের বাইসাইকেল বিতরণ করা হয়েছে।

সোমবার (০৮ ডিসেম্বর ) দুপুরে উপজেলা পরিষদ চত্ত্বরে ৭টি ইউনিয়নের ৪৮ জন গ্রাম পুলিশদের হাতে বাইসাইকেল তুলে দেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এ.টি.এম কামরুল ইসলাম

উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আসা গ্রাম পুলিশরা নতুন এই সুবিধা পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন।

বিতরণ অনুষ্ঠানে ইউএনও বলেন,“গ্রামীণ অপরাধ দমন, তাৎক্ষণিক সাড়া দেওয়া এবং জনগণের কাছে দ্রুত পৌঁছানোর জন্য গ্রাম পুলিশদের গতিশীলতা অত্যন্ত জরুরি। সাইকেল তাদের কাজে গতি, শৃঙ্খলা ও দক্ষতা বৃদ্ধি করবে-এটাই আমাদের প্রত্যাশা।”

বাইসাইকেল হাতে পেয়ে খুশি জাংগালিয়া ইউনিয়নের গ্রাম পুলিশ সদস্য আব্দুস সালাম বলেন, “আগে দীর্ঘ দূরত্ব টহল দিতে কষ্ট হতো। অনেক সময় জরুরি খবর পেলেও দ্রুত পৌঁছানো যেত না। এখন সাইকেল থাকায় অল্প সময়েই এলাকা কভার করতে পারব।”

নাগরী ইউনিয়নের আরেক গ্রাম পুলিশ সদস্য মোশাররফ হোসেন বলেন,“রাতে পাহারা বা হঠাৎ ডাক এলে হাঁটতে হাঁটতে যেতে সময় লেগে যেত। সাইকেল আমাদের কাজের মান অনেক বাড়িয়ে দেবে। এটা সত্যিই বড় সহায়তা।”

উপজেলার নাগরী ইউনিয়ন পরিষদের প্রশাসক কৃষিবিদ ফারজানা তাসলিম বলেন, “গ্রাম পুলিশের কাজ শক্তিশালী না হলে স্থানীয় প্রশাসনের কার্যক্রমও দুর্বল হয়ে পড়ে। এই সহায়তা তাদের দায়িত্ব পালনে আরও সুবিধা এনে দেবে।”

জাংগালিয়া ইউনিয়ন পরিষদের প্রশাসক আবুল হোসেন আকাশ বলেন, “অনেক সময়ই গ্রাম পুলিশের দ্রুত উপস্থিতি জীবন বাঁচাতে, ঘটনা নিয়ন্ত্রণে কিংবা তথ্য সংগ্রহে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সাইকেল তাদের সেই সক্ষমতা বাড়িয়ে দেবে।”

কালীগঞ্জ উপজেলা প্রশাসনের এই উদ্যোগ এলাকাবাসীর কাছেও ইতিবাচক সাড়া ফেলেছে। স্থানীয়দের ধারণা-গ্রাম পুলিশরা এখন বেশি এলাকায়, কম সময়ে, দ্রুত সাড়া দিতে পারবে। জরুরি সময়ে তাদের উপস্থিতি ও নজরদারি আরও কার্যকর হবে।

গ্রামীণ আইনশৃঙ্খলা রক্ষায় এই উদ্যোগকে স্থানীয়রা দেখছেন “টেকসই নিরাপত্তা ব্যবস্থার একটি বাস্তবধর্মী উদ্যোগ” হিসেবে।

মন্তব্য (০)





image

বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বগুড়ায় বিএনপির গণদোয়াতে ...

বগুড়া প্রতিনিধি: বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী ব...

image

নড়াইলে শহীদ বুদ্ধিজীবি দিবস ও বিজয় দিবস উদযাপনের প্রস্তুত...

নড়াইল প্রতিনিধি : মহান বিজয় দিবস, শহীদ বুদ্ধিজীবী দিবস এবং ন...

image

বগুড়ায় পুলিশ কর্মকর্তাকে ছুরিকাঘাত করে মাদক ব্যবসায়ীর পলায়ন

বগুড়া প্রতিনিধি: বগুড়ায় পুলিশ কর্মকর্তাকে ছুরিকাঘাত করে পালি...

image

লালমনিরহাটে স্বেচ্ছাশ্রমে যুবদলের উদ্যোগে সেতু নির্মাণ

লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাটের আদিতমারী উপজেলার ভে...

image

নড়াইলে সার বিক্রেতার লাইসেন্স বাতিল করার প্রতিবাদে বিক্ষো...

নড়াইল প্রতিনিধি : নড়াইলে ক্ষুদ্র সার ব্যবসায়ীদের লাইসেন্স বাতিল এর প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও ম...

  • company_logo