• সমগ্র বাংলা

পঞ্চগড়ে যৌতুকের দাবীতে গৃহবধূকে হত্যার অভিযোগে মামলা, পলাতক আসামি গ্রেফতার

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

নিজস্ব প্রতিবেদকঃ পঞ্চগড় জেলার আটোয়ারীতে যৌতুকের দাবীতে গৃহবধূকে হত্যার অভিযোগে র‌্যাবের যৌথ অভিযানে পলাতক আসামি আলতাফ হোসেন (৩২)কে গ্রেফতার করা হয়েছে।

‎র‌্যাব জানায়, বাদীর দায়েরকৃত এজাহার সূত্রে বিবাহের পর থেকে এজাহারনামীয় আসমিগণ ভিকটিম আমিনা আক্তার রত্না (২০) কে যৌতুকের দাবীতে শারীরিক ও মানসিক নির্যাতন করে আসছিল। এরই ধারাবাহিকতায় গত ২১ নভেম্বর পঞ্চগড় জেলার আটোয়ারী থানাধীন ৩নং আলোয়াখোয়া ইউনিয়নের বাকডোকরা গ্রামস্থ ভিকটিমের স্বামীর নিজ বসতবাড়ীতে ধৃত আসামি এবং সহযোগী আসামিগণ মিলে ভিকটিম আমিনা আক্তার রত্না (২০) কে লোহার হাতুড়ি এবং লোহার রড দিয়ে শরীরের বিভিন্ন অংশে এলোপাথারী আঘাত করে। উক্ত আঘাতের ফলে ভিকটিম ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন। পররর্তীতে আসামিগণ কৌশলে পঞ্চগড় জেলার আটোয়ারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায় এবং কর্তব্যরত ডাক্তার ভিকটিমকে মৃত ঘোষণা করেন। উক্ত ঘটনাটি ভিকটিমের পরিবার জানতে পেরে ভিকটিমের পিতা বাদী হয়ে পঞ্চগড় জেলার আটোয়ারী থানায় একটি  মামলা দায়ের করেন।যার মামলা নং ৮। ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক ও লোমহর্ষক হত্যা হওয়ায় এলাকায় ব্যাপকভাবে চাঞ্চল্যের সৃষ্টি করে এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় ব্যাপকভাবে প্রচারিত হয়। ঘটনার গুরুত্ব বিবেচনায় র‍্যাব ছায়াতদন্ত  শুরু করে এবং আসামি গ্রেফতারে সচেষ্ট হয়।

‎র‌্যাব আরো জানায়, গত ২৯ নভেম্বর রাতে র‌্যাব-১৩, সিপিসি-২, নীলফামারী এবং র‌্যাব-১০, সিপিসি-১, যাত্রাবাড়ী ক্যাম্প যৌথ অভিযান পরিচালনা করে ডিএমপি মহানগরীর চকবাজার থানাধীন বকসিবাজার থেকে ২নং এজাহারনামীয় পলাতক আসামি মোঃ আলতাফ হোসেন (৩২), পিতা-মোঃ ফারাজুল ইসলাম, সাং-বাকডোকরা, থানা-আটোয়ারী, জেলা-পঞ্চগড়'কে গ্রেফতার করতে সক্ষম হয়।

‎এ বিষয়ে র‌্যাব ১৩ এর অধিনায়কের পক্ষে সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী বলেন, পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও এই ধরনের প্রতিটি ধর্ষণ, অপহরণ, হত্যাসহ সকল অপরাধ প্রতিরোধে র‌্যাবের প্রতিটি সদস্য দৃঢ়প্রত্যয়ের সাথে কাজ করছে এবং চলমান এই অভিযান অব্যাহত থাকবে।

মন্তব্য (০)





image

ফরিদপুরের আলফাডাঙ্গায় আ.লীগ নেতা বিস্ফোরক মামলায় কারাগারে

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের আলফাডাঙ্গায় বিস্ফোরক দ্রব্য আইনের একটি মা...

image

পবিপ্রবিতে বেগম জিয়ার সুস্থতা কামনায় ইউট্যাবের দোয়া মাহফিল

পবিপ্রবি প্রতিনিধি : বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি চেয়ারপার্সন ও তিনবার...

image

মাগুরায় খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল

মাগুরা প্রতিনিধি : মাগুরায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও অঙ্গসহযোগী সং...

image

পাবনায় বিএনপি ও জামায়াত নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষে পাল্টা...

পাবনা প্রতিনিধি : পাবনার ঈশ্বরদীতে বিএনপি ও জামায়াতে ইসলামীর নেতাকর্মীদে...

image

ভারতের অনুমোদন মিলেনি, ভুটানের ট্রানশিপমেন্ট পণ্য আটকে আ...

লালমনিরহাট প্রতিনিধি : বাংলাদেশের সড়কপথ ব্যবহার করে ভারতের ভেতর দিয়ে ভুট...

  • company_logo