• আন্তর্জাতিক

মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাসে দীর্ঘতম অচলাবস্থা নিরসনে বিলে ট্রাম্পের স্বাক্ষর

  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় সরকারের ইতিহাসের সবচেয়ে দীর্ঘ অচলাবস্থার অবসান ঘটাতে বুধবার একটি বিলে স্বাক্ষর করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফলে বৃহস্পতিবার থেকে মার্কিন সরকারের কার্যক্রম ফের শুরু হবে।খবর বার্তা সংস্থা এএফপি’র।

‎৪৩ দিনের তহবিল স্থগিতকরণ যুক্তরাষ্ট্রকে অচল করে দেয় এবং লাখ লাখ কর্মীকে বেতন থেকে বঞ্চিত করে। উদ্ভূত পরিস্থিতির জন্য রিপাবলিকান ও ডেমোক্র্যাটরা একে অপরকে দোষারোপ করেছে।

‎গত বুধবার রিপাবলিকান নিয়ন্ত্রিত প্রতিনিধি পরিষদ একটি প্যাকেজ অনুমোদনের জন্য ভোটে প্রস্তাবটি পাস হয়। ট্রাম্পের সমর্থন তার দলকে ঐক্যবদ্ধ রেখেছে। এটি ফেডারেল বিভাগ ও সংস্থাগুলো পুনরায় চালু করবে।

‎অনেক ডেমোক্র্যাট এটিকে দলীয় নেতাদের আত্মসমর্পণ হিসেবে দেখছেন, তাই তারা ক্ষুব্ধ।ওভাল অফিসে বিলটি সইয়ের সময় ট্রাম্প ডেমোক্র্যাটদের তীব্র সমালোচনা করেন। তিনি এক বছরের মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ মধ্যবর্তী মার্কিন নির্বাচনে ভোট দেওয়ার সময় আমেরিকানদের এই বিশৃঙ্খলার কথা মনে রাখার আহ্বান জানান।

‎ট্রাম্প আরও বলেন, ‘আজ একটি স্পষ্ট বার্তা দিচ্ছি যে আমরা কখনোই জবরদস্তির কাছে নতি স্বীকার করব না।’

‎সেময় ট্রাম্পকে ছিলেন আনন্দিত রিপাবলিকান আইনপ্রণেতারা, যার মধ্যে অন্যতম ছিলেন হাউস স্পিকার মাইক জনসন।

‎ট্রাম্প বলেন, ‘যখন আমরা মধ্যবর্তী নির্বাচন কিংবা অন্যান্য বিষয়ে পৌঁছাব, আমাদের দেশের সঙ্গে তারা যা করেছে, তা ভুলে যাবেন।’

‎তিনি আরও বলেন, আমার স্বাক্ষরের মাধ্যমে ফেডারেল সরকার স্বাভাবিক কার্যক্রম পুনরায় শুরু করবে।

‎সাময়িক ছুটিতে পাঠানো প্রায় ৬ লাখ ৭০ হাজার সরকারি কর্মচারী আবারও কাজে যোগ দেবেন। আর যেসব কর্মী কর্মরত ছিলেন কিন্তু বেতন পাননি, তাদের সব বকেয়া পরিশোধ করা হবে।

‎এর মধ্যে ৬০ হাজারের বেশি বিমান পরিবহন নিয়ন্ত্রক ও বিমানবন্দরের নিরাপত্তা কর্মীও রয়েছেন।

মন্তব্য (০)





image

গাজা শাসনে যুক্তরাষ্ট্র-রাশিয়া মুখোমুখি

নিউজ ডেস্ক : যুদ্ধবিধ্বস্ত গাজার শাসনকাঠামো ইস্যুতে মুখোমুখি অবস্থান নিয়...

image

কিয়েভে ‘ব্যাপক’ রুশ হামলা, নিহত ১

নিউজ ডেস্ক : ইউক্রেনের রাজধানী কিয়েভের প্রায় প্রতিটি জেলায় শুক্রবার (১৪ ...

image

গাজায় ধ্বংস প্রায় ৩ লাখ বাড়ি, তাঁবুতেই শীত কাটাচ্ছেন লাখো...

আন্তর্জাতিক ডেস্ক: ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় দুই বছরেরও বেশি...

image

ভারতজুড়ে ৩২ গাড়িতে ৩২ হামলার ছক!

নিউজ ডেস্ক : ভয়ংকর তথ্য উঠে এসেছে দিল্লির লাল কেল্লা বিস্ফোরণ তদন্তে। এক...

image

সৌদি আরবে হঠাৎ ভারী বৃষ্টি, মক্কায় রেড অ্যালার্ট

নিউজ ডেস্ক : সৌদি আরবে হঠাৎ ভারী বৃষ্টি দেখা দিয়েছে। বুধবার ...

  • company_logo