• রাজনীতি

‎বিএনপি যদি সংস্কার প্রস্তাব না মানে, তা হবে রাজনৈতিক সংকট তৈরির অপপ্রয়াস: তাহের

  • রাজনীতি

ফাইল ছবি

নিউজ ডেস্কঃ বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, বিএনপি যদি সংস্কার প্রস্তাব না মানে তবে এটা তাদের দায়িত্বহীনতার পরিচয়, নতুন করে রাজনৈতিক সংকট তৈরির অপপ্রয়াস। এটিকে ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য নির্বাচন সম্পর্কে জনগণের মাঝে সংশয় তৈরির ‘অপপ্রয়াস’ বলেও উল্লেখ করেন তিনি।

‎শুক্রবার (৩১ অক্টোবর) কুমিল্লায় নিজ নির্বাচনি এলাকা চৌদ্দগ্রামের নির্বাচন কেন্দ্র পরিচালক সমাবেশ শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

‎মোহাম্মদ তাহের বলেন, ‘যদি নির্বাচন না হয়, তাহলে যারা পালিয়ে গিয়ে ভারতে বসে ষড়যন্ত্র করছে; তারাই একটা সুযোগ নেবে। বিগত সরকারের যে বাংলাদেশ, সংস্কারবিহীন যে বাংলাদেশ— মনে হয় যেন বিএনপি সে জায়গায় ফিরে যেতে চায়। এদেশের মানুষ বাংলাদেশকে আওয়ামী জাহেলিয়াতের দিকে ফিরে যেতে দেবে না।’

‎তিনি আরও বলেন, ‘সরকারের সিদ্ধান্ত থেকে যদি সরকার সরে যায়, তাহলে এটা পরিষ্কার হবে যে, সরকার আর নিরপেক্ষ নেই। এ সরকার যদি নিরপেক্ষতা হারায় এবং কোনো দলের প্রতি যদি তাদের আনুগত্য প্রকাশ করে, এ সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন হবে— এটা আশঙ্কা তৈরি হবে।’

মন্তব্য (০)





  • company_logo