• লিড নিউজ
  • জাতীয়

শিক্ষা ও গবেষণায় বিনিয়োগ বাড়াতে হবে: অর্থ উপদেষ্টা

  • Lead News
  • জাতীয়

ফাইল ছবি

নিউজ ডেস্কঃ অর্থ এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, শিক্ষায়, গবেষণায় এবং অভিযোজ্য প্রযুক্তিতে আরও বিনিয়োগ বাড়াতে হবে; যাতে কৃষির ভবিষ্যৎ সুরক্ষিত হয়।

‎শনিবার (১৩ সেপ্টেম্বর) নর্থ সাউথ ইউনিভার্সিটিতে (এনএসইউ) অনুষ্ঠিত ৩য় কৃষি-জৈবপ্রযুক্তি যুব ফোরামের উদ্বোধনী সেশনে প্রধান অতিথির বক্তব্যে অর্থ উপদেষ্টা এ সব কথা বলেন। ফোরামটি যৌথভাবে আয়োজন করেছে এনএসইউ, ওআইসি কমস্টেক ও ইসলামিক অর্গানাইজেশন ফর ফুড সিকিউরিটি (আইওএফএস)।

‎তিনি বলেন, ‘বাংলাদেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে। এ জন্য আমি আমাদের জিনোম বিজ্ঞানীদের ধন্যবাদ জানাই। কৃষিতে পুষ্টি, স্থিতিশীলতা এবং উৎপাদন বৃদ্ধিতে জীবপ্রযুক্তি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’

‎অনুষ্ঠানে নীতি নির্ধারক, শিক্ষাবিদ এবং আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরা অংশগ্রহণ করেন এবং বৈশ্বিক খাদ্য নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবেলায় জৈবপ্রযুক্তির গুরুত্ব তুলে ধরা হয়। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

‎এনএসইউ বোর্ড অব ট্রাস্টিজের সদস্য এম এ কাশেম, চেয়ারম্যান আজিজ আল কায়সার, সদস্য বেনজীর আহমেদ ও ইয়াসমিন কামাল বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন।

‎আইওএফএস’র সহকারী মহাপরিচালক রাষ্ট্রদূত খুসরভ নোজিরি বিশেষ বক্তব্য দেন। অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন ওআইসি কমস্টেকের কো-অর্ডিনেটর জেনারেল প্রফেসর ড. মোহাম্মদ ইকবাল চৌধুরী এবং বাংলাদেশের জন্য কমস্টেক ফোকাল পার্সন প্রফেসর ড. হাফিজুর রহমান।

‎সভায় এনএসইউর উপাচার্য অধ্যাপক আব্দুল হান্নান চৌধুরী সভাপতিত্ব করেন এবং এনএসইউর কোষাধ্যক্ষ ও ভারপ্রাপ্ত প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর আব্দুর রব খান বক্তব্য রাখেন।

‎রাষ্ট্রদূত খুসরভ নোজিরি বৈশ্বিক সহযোগিতার গুরুত্ব তুলে ধরে বলেন, ‘খাদ্য নিরাপত্তা একটি সম্মিলিত চ্যালেঞ্জ। এই ফোরাম যুব বিজ্ঞানীদের জ্ঞান ভাগাভাগি ও নেটওয়ার্ক তৈরি করার সুযোগ দেয়। জনসাধারণের বিশ্বাস অর্জনের জন্য জিনোম প্রযুক্তি নিরাপদ, স্বচ্ছ ও নৈতিকভাবে ব্যবহার করতে হবে।’

‎প্রফেসর ড. হাফিজুর রহমান বলেন, ‘জৈবপ্রযুক্তি কৃষি ও পুষ্টি চ্যালেঞ্জ মোকাবেলায় নতুন পথ খুলে দিতে পারে। আমাদের যুব সমাজকে এ যাত্রার নেতৃত্ব দিতে হবে এবং জ্ঞানকে বাস্তব সমাধানে রূপান্তর করতে হবে।’

‎অধ্যাপক ড. মুহাম্মদ ইকবাল চৌধুরী বলেন, ‘খাদ্য নিরাপত্তা আজকের বিশ্বে একটি গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ। এই সমস্যা মোকাবেলার জন্য আমাদের যুবকদের সঠিক সরঞ্জাম, আধুনিক প্রযুক্তি এবং সুযোগ দেওয়া প্রয়োজন, যাতে তারা বৈজ্ঞানিক জ্ঞানকে বাস্তব সমাধানে রূপান্তর করতে পারে।’

‎এনএসইউ বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান আজিজ আল কায়সার বলেন, কৃষি মানবসভ্যতার মূল ভিত্তি এবং খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা আজকের বিশ্বে বড় চ্যালেঞ্জ। উদ্ভাবনের মাধ্যমে আমরা কৃষকদের জন্য টেকসই সমাধান তৈরি করে দীর্ঘমেয়াদি খাদ্য স্থিতিশীলতা নিশ্চিত করতে পারি।

‎সভাপতির বক্তব্যে এনএসইউর উপাচার্য অধ্যাপক আবদুল হান্নান চৌধুরী বলেন, ভবিষ্যৎ প্রজন্মের খাদ্য নিরাপদ ও টেকসই হতে হবে। জিনোম এডিটিং একটি শক্তিশালী হাতিয়ার। ছাত্র ও যুব গবেষকদের অন্তর্ভুক্ত করে আমরা একটি প্রজন্মকে তৈরি করছি যারা খাদ্য নিরাপত্তার গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ মোকাবেলা করতে প্রস্তুত।

‎অনুষ্ঠানে ধন্যবাদ জ্ঞাপন করেন উপ-উপাচার্য (ভারপ্রাপ্ত) আবদুর রব খান। তিনি বলেন, ‘আজকের সংলাপ কেবল একটি অনুষ্ঠান নয়, এটি অর্থবহ সহযোগিতার নতুন পথ খুলেছে। একাডেমিয়া ও আন্তর্জাতিক সংস্থা একসঙ্গে কাজ করলে বাস্তবসম্মত সমাধান উদ্ভাবন সম্ভব।’

‎দুই দিনব্যাপী এই অনুষ্ঠানে (১৩ ও ১৪ সেপ্টেম্বর, ২০২৫) বিভিন্ন প্রযুক্তিগত সেশনের আয়োজন করা হয়েছে। যেখানে তুরস্ক, মালয়েশিয়া, আজারবাইজান, পাকিস্তান, কাজাখস্তান ও অন্যান্য দেশের বক্তারা অংশগ্রহণ করছেন।

‎আন্তর্জাতিক এই কর্মশালাটি কৃষি-জৈবপ্রযুক্তিতে জ্ঞান ভাগাভাগি এবং আন্তর্জাতিক সহযোগিতার একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।—বাসস

মন্তব্য (০)





image

সাবেক মন্ত্রী আসাদুজ্জামান নূরের ফ্ল্যাট-জমি জব্দ, ব্যাংক...

নিউজ ডেস্ক : সাবেক সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূরের নামে থাকা চারটি ফ্...

image

টানা ৫ দিন বৃষ্টির আভাস

নিউজ ডেস্ক : বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর আগামী পাঁচদিন সারা দ...

image

ছাগলকাণ্ডে আলোচিত মতিউর ও তার স্ত্রীকে দুদকে জিজ্ঞাসাবাদ

নিউজ ডেস্ক : ছাগলকাণ্ডে আলোচিত জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক সদস্য...

image

৪৮ জেলায় বিনামূল্যে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ, দৈনিক ভাতা ২০০

নিউজ ডেস্ক : যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীনে যুব উন্নয়ন অধিদপ্তর বিনামূল...

image

‘শেখ হাসিনা বিরোধীপক্ষকে হিটলারের মতো দমন করতেন’

নিউজ ডেস্ক : ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিরোধীপক্ষকে ফ্যাসিবাদ...

  • company_logo