
ছবিঃ সিএনআই
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিঃ ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে জেলা গোয়েন্দা (ডিবি) ও থানা পুলিশের যৌথ অভিযানে প্রায় ২ কোটি ৩২ লাখ টাকা মূল্যের অবৈধ মোবাইল ফোনের ডিসপ্লে এবং একটি মাইক্রোবাস উদ্ধার করা হয়েছে। এসময় একজনকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (২ জুলাই) দুপুরে ব্রাহ্মণবাড়িয়া পুলিশ সুপারের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পুলিশ সুপার। বর্তমান পুলিশ সুপারের সভাপতিত্বে আয়োজিত ওই সম্মেলনে অভিযানের বিস্তারিত তুলে ধরা হয়।
গোপন সংবাদের ভিত্তিতে ১ জুলাই দিবাগত রাত ১২টা ৫ মিনিটে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) এম এম রকীব উল বারীর নেতৃত্বে বিজয়নগর থানা ও ডিবি পুলিশের একটি যৌথ টিম চান্দুরা-সিঙ্গারবিল সড়কে চেকপোস্ট স্থাপন করে।
অভিযানের সময় ঢাকা মেট্রো-গ ১৯-৩০১৯ নম্বরের একটি মাইক্রোবাসকে থামার সংকেত দিলে চালক পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পুলিশ দ্রুত তাকে আটক করে গাড়িতে তল্লাশি চালিয়ে মোট ১১,৬০০ পিস অবৈধ মোবাইল ডিসপ্লে উদ্ধার করে, যার বাজারমূল্য আনুমানিক ২ কোটি ৩২ লাখ টাকা।
উদ্ধারকৃত ডিসপ্লেগুলো বিভিন্ন ব্র্যান্ডের বলে জানিয়েছে পুলিশ।
আটক ব্যক্তি হলেন মোঃ প্রদেল (২৯), পিতার নাম তাৎক্ষণিকভাবে জানা যায়নি এবং বিস্তারিত যাচাই চলছে। জানা যায়, তিনি পূর্বেও মাদক মামলার আসামি ছিলেন। তার বিরুদ্ধে কুমিল্লার ব্রাহ্মণপাড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা (মামলা নং-০১, জিআর-২৬২/১৯) রয়েছে।
আটককৃতের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। পাশাপাশি এই চক্রের সঙ্গে জড়িত অন্যান্যদেরও শনাক্ত করে গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।
কক্সবাজার প্রতিনিধি : ৮১ হাজার ৩৫৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ রোজিন...
বেনাপোল প্রতিনিধি : যশোরের শার্শায় দু’সন্তানের জননীকে (৩৮) গণধর্ষণের অভ...
বগুড়া প্রতিনিধিঃ শিক্ষা, সংস্কৃতি ও অর্থনীতিতে সমৃদ্ধ শান্তির নগরী ...
ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে কেন্দ্রীয় ছাত্রলীগের সাবে...
গাজীপুরপ্রতিনিধিঃ গাজীপুরের কালীগঞ্জ থানার পুলিশের প...
মন্তব্য (০)