
ছবিঃ সিএনআই
দোহার (ঢাকা) প্রতিনিধি: ঢাকার দোহার উপজেলায় বিএনপি নেতা হারুনুর রশিদ ওরফে হারুন মাষ্টার (৬৫) কে গুলি করে হত্যা করা হয়েছে। তিনি দোহার উপজেলার নয়াবাড়ী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি। বুধবার (২ জুলাই) সকাল ৬টার দিকে বাহ্রা হাবিল উদ্দিন স্কুলের কাছে এ ঘটনাটি ঘটে। নিহত হারুনুর রশিদ ওরফে হারুন মাষ্টার বাহ্রা গ্রামের সিরাজ উদ্দিনের ছেলে।
স্থানীয় সূত্র জানায়, ফজরের নামাজ পড়ে বাড়ির পাশে নদীর ধারে হাটতে গেলে দুটি মোটরসাইকেলে করে কয়েকজন দুর্বৃত্ত এসে গুলি ও ছুরিকাঘাত করে চলে যায়। এতে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। গুলির শব্দ শুনে স্থানীয়রা এগিয়ে এসে তাঁকে দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষনা করে। হারুন মাষ্টারের ভাতিজা মো. শাহিন বলেন, প্রতিদিনের মতো ভোরে নামাজ শেষে চাচা হাটঁতে বের হয়। এসময় মোটরসাইকেলে করে কয়েকজন এসে তাঁকে গুলি করে ফেলে রেখে যায়। তবে এখনো এ বিষয়ে নির্দিষ্ট করে কিছু বলা যাচ্ছে না। দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক নুসরাত তারিন বলেন, তাঁর মাথা ঘাড় ও শরীরে ৬টি গুলির চিহ্ন পাওয়া গেছে। স্থানীয় সূত্রে আরও জানা যায়, সম্প্রতি নয়াবাড়ী ইউনিয়নে বিএনপির দুটি গ্রুপের মধ্যে দ্বন্দ্ব চলে আসছিলো।
এছাড়াও পদ্মা নদীর বালু ব্যবসা নিয়েও নিহত হারুন মাস্টারের সাথে কয়েকজনের টানাপোড়েন আছে বলে একাধিক সূত্র জানায়। খবর পেয়ে দোহার থানার ওসি মো. হাসান আলী ঘটনাস্থল পরিদর্শন করেছেন তিনি বলেন, স্থানীয় কারো সাথে পূর্ব শত্রুতা আছে কি না এ বিষয়ে খোঁজ নেয়া হচ্ছে।
গাজীপুর প্রতিনিধিঃ গাজীপুরের কালীগঞ্জ থানার পুলিশের পৃথক তিনটি মাদকবিরোধ...
ঈশ্বরগঞ্জ প্রতিনিধিঃ ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযান...
কক্সবাজার প্রতিনিধি : ৮১ হাজার ৩৫৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ রোজিন...
বেনাপোল প্রতিনিধি : যশোরের শার্শায় দু’সন্তানের জননীকে (৩৮) গণধর্ষণের অভ...
বগুড়া প্রতিনিধিঃ শিক্ষা, সংস্কৃতি ও অর্থনীতিতে সমৃদ্ধ শান্তির নগরী ...
মন্তব্য (০)