• সমগ্র বাংলা

জুলাই বিপ্লবীদের আগমন ঘিরে কুড়িগ্রামে এনসিপির প্রেস ব্রিফিং

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

কুড়িগ্রাম প্রতিনিধিঃ বিচার, সংস্কার ও নতুন সংবিধানের দাবিতে কুড়িগ্রামে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর ‘জুলাই পদযাত্রা’ ও পথসভা সফল করতে প্রেস ব্রিফিং করেছে সংগঠনটির কুড়িগ্রাম জেলা শাখা। মঙ্গলবার (১ জুলাই) দুপুরে কুড়িগ্রাম ফায়ার সার্ভিস মার্কেটের দ্বিতীয় তলায় এনসিপি কার্যালয়ে এ প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়।

এনসিপি কুড়িগ্রাম জেলার প্রধান সমন্বয়কারী মো: মুকুল মিয়া প্রেস ব্রিফিং এ লিখিত বক্তব্য তুলে ধরেন। এ সময় যুগ্ম সমন্বয়কারী ( প্রচার ও মিডিয়া) মো: রাশেদুজ্জামান তাওহীদ, যুগ্ম সমন্বয়কারী (দপ্তর) মো: মাহমুদুল হাসান জুয়েল, যুগ্ম সমন্বয়কারী (শ্রমিক ও বণিক) মোঃ মাসুম মিয়াসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মুকুল মিয়া লিখিত বক্তব্যে বলেন, “বাংলাদেশের জুলাই অভ্যুত্থানের বিপ্লবীরা কাল (২ জুলাই) কুড়িগ্রামে আগমন করবেন। এই ঐতিহাসিক সফরের জন্য আমরা কুড়িগ্রামবাসী অধীর আগ্রহে অপেক্ষা করছি। তাদের সাহসী ও সংগ্রামী নেতৃত্ব, ত্যাগ ও আত্মনিবেদন ফ্যাসিবাদবিরোধী লড়াইয়ে বাংলাদেশের জন্য দিকনির্দেশনা তৈরি করেছে। আমরা এনসিপির কর্মীরাও তাদের দেখানো পথে দেশ গড়ার নতুন স্বপ্নে এগিয়ে চলেছি।”

তিনি গণমাধ্যমকর্মীদের উদ্দেশে বলেন, “আগামীকাল (২ জুলাই) সকাল ১১টায় কুড়িগ্রাম শহরের কলেজ মোড় বিজয় স্তম্ভ চত্বর থেকে এনসিপির কেন্দ্রীয় নেতৃবৃন্দের নেতৃত্বে পদযাত্রা শুরু হবে। ঘোষপাড়া মুক্তিযুদ্ধ স্মৃতি ফলক (সিংহ চত্বর) গিয়ে পথসভা অনুষ্ঠিত হবে। আমাদের এই কর্মসূচির প্রতিটি ধাপ তুলে ধরার জন্য মিডিয়ার সকল ভাইদের আন্তরিক সহযোগিতা কামনা করছি।”

এ সময় তিনি জানান, কর্মসূচিতে অংশ নেবেন অন্তত ২০ হাজার সদস্য। শান্তিপূর্ণ পরিবেশে কর্মসূচি সফল করতে জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের সহযোগিতা কামনা করা হয়েছে। জেলা ট্রাফিক বিভাগ ইতোমধ্যে প্রয়োজনীয় সহায়তার আশ্বাস দিয়েছেন। এনসিপির নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, এই পথযাত্রা গণতন্ত্র পুনরুদ্ধার, ন্যায়বিচার প্রতিষ্ঠা ও বৈষম্যহীন সমাজ বিনির্মাণে ইতিবাচক ভূমিকা রাখবে।

এর আগে শহীদ আবু সাঈদ, মুগ্ধসহ সকল শহীদ বীর যোদ্ধাদের প্রতি বিনম্র শ্রদ্ধা ও আহতদের দ্রুত আরোগ্য কামনা করা হয়। তিনি আরও জানান, ১ জুলাই থেকে ৩০ জুলাই পর্যন্ত চলবে মাসব্যাপী ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচি। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে কুড়িগ্রামে আসছেন এনসিপির কেন্দ্রীয় আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আখতার হোসেন, সিনিয়র যুগ্ম সদস্যসচিব ডা. তাসনিম জারা, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম ও যুগ্ম আহবায়ক ও কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ড. আতিক মুজাহিদসহ অন্যান্য নেতৃবৃন্দ।

মন্তব্য (০)





image

২৪-এর জুলাই আন্দোলনে শহীদ হওয়া বীরদের রক্ত কখনো বৃথা যাবে...

নওগাঁ প্রতিনিধি: নওগাঁ জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল বলেছেন ২৪-এর জুলাই ...

image

নতুন করে প্লাবিত হচ্ছে ছাগলনাইয়া উপজেলা, আশ্রয়কেন্দ্রে ৭ ...

ফেনী প্রতিনিধিঃ ফেনীতে টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে মুহুরী, কহুয়া ও সিলোনি...

image

লালমনিরহাটের দূর্গাপুর সীমান্ত দিয়ে আাবারও ১০ জনকে পুশইন ...

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের আদিতমারী উপজেলার দূর্গাপুর সীমান্ত দি...

image

রংপুরে অগ্নিকাণ্ডে ৬ দোকান পুড়ে ছাই, ক্ষতি প্রায় ২০ লাখ টাকা

রংপুর ব্যুরোঃ রংপুর নগরীর নজিরেরহাট বাজারে ভয়াবহ অ...

image

পাবনায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ ও গোলাগুলিতে আহত ১৫

পাবনা প্রতিনিধিঃ পাবনার সুজানগরে মোবাইলে কথা বলাকে কেন্দ্র করে বিএনপির দুই গ্...

  • company_logo