
ছবিঃ সিএনআই
নওগাঁ প্রতিনিধি: নওগাঁ জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল বলেছেন ২৪-এর জুলাই আন্দোলনে শহীদ হওয়া বীরদের বুকের তাজা রক্তকে কখনো বৃথা যেতে দেওয়া হবে না। নতুন বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণে এই শহীদদের চিরস্মরণীয় করে রাখতে দেশব্যাপী স্মৃতিস্তম্ভ নির্মাণ করা হচ্ছে। ২৪-এর ৫আগস্টে কি হয়েছিলো ২৪-এর গণঅভ্যুত্থানে নওগাঁর কারা শহীদ হয়েছেন ও নতুন বাংলাদেশ বিনির্মাণের পেছনে যে গল্প লুকিয়ে আছে সেই গল্পকে নতুন প্রজন্মরা নির্মিতব্য এই স্মৃতিস্তম্ভের মাধ্যমে জানতে পারবে। এছাড়াও শহীদ পরিবারের সদস্যরা প্রতিবছর স্মৃতিস্তম্ভের মাধ্যমে তাদের সন্তান ও স্বজনদের স্মরণ করতে ও শ্রদ্ধা জানাতে পারবেন।
বৃহস্পতিবার (১০ জুলাই) দুপুরে নওগাঁ শহরের মুক্তির মোড় কেন্দ্রীয় শহীদ মিনার সংলগ্ন স্থানে “জুলাই স্মৃতিস্তম্ভ” নির্মাণ কাজের উদ্বোধনকালে প্রধান অতিথি হিসেবে তিনি এই কথাগুলো বলেন। নির্মাণ কাজের উদ্বোধন শেষে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। গণপূর্ত অধিদফতর এই স্মৃতিস্তম্ভর ডিজাইন করেছে। পুরো দেশের মতো নওগাঁতেও গণপূর্ত বিভাগ এই জুলাই স্মৃতিস্তম্ভ নির্মাণের কাজ করছে। আগামী ৫আগস্টের মধ্যে কাজ শেষ হবে এবং ৫আগস্টে আনুষ্ঠানিক ভাবে এই স্মৃতিস্তম্ভে জুলাই শহীদদের স্মরণে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পাশাপাশি বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। ২৪-এর জুলাই গণঅভ্যুত্থানে ঢাকাসহ বিভিন্ন জায়গায় নওগাঁর ৯জন শহীদ হয়েছেন।
এসময় অতিরিক্ত জেলা প্রশাসক সোহেল রানা, গণপূর্ত বিভাগ নওগাঁর নির্বাহী প্রকৌশলী মো: মিজানুর রহমান, সদর উপজেলা নির্বাহী অফিসার ইবনুল আবেদীনসহ প্রশাসনের কর্মকর্তা, জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্য ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
ফেনী প্রতিনিধিঃ ফেনীতে টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে মুহুরী, কহুয়া ও সিলোনি...
লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের আদিতমারী উপজেলার দূর্গাপুর সীমান্ত দি...
রংপুর ব্যুরোঃ রংপুর নগরীর নজিরেরহাট বাজারে ভয়াবহ অ...
পাবনা প্রতিনিধিঃ পাবনার সুজানগরে মোবাইলে কথা বলাকে কেন্দ্র করে বিএনপির দুই গ্...
দোহার (ঢাকা)প্রতিনিধি: দোহার উপজেলার জয়পাড়া হাট-বাজারের ’তোহা-বাজার&rsq...
মন্তব্য (০)