
ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্কঃ ১৮ জুলাইকে ‘বেসরকারি বিশ্ববিদ্যালয় প্রতিরোধ দিবস’ হিসেবে ঘোষণা করা হয়েছে।
সোমবার (৩০ জুন) বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পক্ষ থেকে এ দিবস ঘোষণা করা হয়।
পরে রাতে এ নিয়ে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে একটি পোস্ট দেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
তিনি তার পোস্টে একটি পোস্টার শেয়ার করে লিখেছেন, আগামীকাল জুলাই স্মরণে ক্যালেন্ডার প্রকাশ করবে সরকার।
প্রসঙ্গত, জুলাই অভ্যুত্থানের অনেকগুলো গুরুত্বপূর্ণ তারিখ রয়েছে। এর মধ্যে ২০২৪ সালের ১৮ জুলাই ছিল বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সর্বাত্মক সাহসী প্রতিরোধের দিন। সে কারণে এখন থেকে ১৮ জুলাই ‘বেসরকারি বিশ্ববিদ্যালয় প্রতিরোধ দিবস’ হিসেবে পালিত হবে।
এর আগে, জুলাই অভ্যুত্থান স্মরণে তিন দিবস ঘোষণা করে অন্তর্বর্তী সরকার। ৫ আগস্টকে ‘গণঅভ্যুত্থান দিবস’, ৮ আগস্টকে ‘নতুন বাংলাদেশ দিবস’ এবং ১৬ জুলাইকে ‘শহীদ আবু সাঈদ দিবস’ হিসেবে পালনের সিদ্ধান্ত নেয় সরকার। পরে ব্যাপক সমালোচনার মুখে ৮ আগস্টকে ‘নতুন বাংলাদেশ দিবস’ ঘোষণার পথ থেকে সরে আসে সরকার।
নিউজ ডেস্কঃ বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়...
নিউজ ডেস্কঃ ফেনীতে ভারী বৃষ্টিপাত ও ভারতের উজান থেকে নেমে আসা পানিতে মুহ...
নিউজ ডেস্কঃ প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, আগামী জাতীয় নির্বাচনে সেনাবাহিনী...
নিউজ ডেস্কঃ টানা বৃষ্টিপাতে নাকাল ঢাকাসহ দেশের অনেক জেলা। তৈরি হয়েছে বন্...
নিউজ ডেস্কঃ আওয়ামী শাসনামলে দমনপীড়নের মধ্যেও যারা ন্যূনতম সাংবাদিকতার চে...
মন্তব্য (০)