• লিড নিউজ
  • জাতীয়

অধিকাংশ সংস্কার দরকার বিচার ও পুলিশের ক্ষেত্রে: আসিফ নজরুল

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ রাজনৈতিক বিবেচনায় করা ২০ হাজার মামলা তুলে নিচ্ছে সরকার। এরই মধ্যে ১২ হাজার মামলা তুলে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল।

বৃহস্পতিবার (২৬ জুন) সকালে রাজধানীর একটি হোটেলে বাংলাদেশে জাতিসংঘের মাদক ও অপরাধ সংক্রান্ত কার্যালয় (UNODC) এবং বাংলাদেশ ইন্সটিটিউট অফ ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ এর যৌথ আয়োজনে অনুষ্ঠিত এক সেমিনারে এ কথা বলেন তিনি।

উপদেষ্টা আরও বলেন, অধিকাংশ সংস্কার দরকার বিচার ও পুলিশের ক্ষেত্রে। তাই এই সংস্কার শুধু মানুষের জন্য নয়, মানুষকে নিয়েই করতে হবে। বিচার ব্যবস্থাকে ডিজিটাল করার প্রসঙ্গে তিনি বলেন, বিচার বিভাগকে অনলাইন করা একটি সময়সাপেক্ষ বিষয়, তারপরও ঢাকা ও চট্টগ্রামে দুইটি কোর্ট ডিজিটাল করা হয়েছে।

উপদেষ্টা বলেন, সাংবাদিকতার জন্য সাংবাদিকদের বিরুদ্ধে মামলা করা হয়নি। অপরাধে উসকানি দেয়ার অভিযোগে তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। মামলার বিষয়ে আমার কিছুই করণীয় নেই।

সাংবাদিকদের জামিন দেয়া না দিয়ার বিষয়ে কখনোই আইন মন্ত্রণালয় থেকে হস্তক্ষেপ করা হয়নি বলেও জানান আইন উপদেষ্টা।

ড. আসিফ নজরুল বলেন, প্রধান উপদেষ্টাসহ সকল উপদেষ্টাদের বিরুদ্ধে প্রতিনিয়ত মিথ্যাচার করা হচ্ছে, আমরা কোনো মামলা করি নাই। জনগণের বিবেকের ওপর ছেড়ে দিয়েছি।

“বাংলাদেশে সমান ন্যায়বিচারের প্রবেশাধিকার বৃদ্ধির লক্ষ্যে বিচার বিভাগীয় সংস্কারকে সমর্থন জানাতে বহুপক্ষীয় দৃষ্টিভঙ্গি প্রয়োগ” শীর্ষক এই সেমিনারের জাতিসংঘ, নরওয়ে সরকারের প্রতিনিধিরা অংশ নেন। বিচার বিভাগে বৈষম্য হ্রাস, অপরাধবিরোধী আইনি কাঠামো শক্তিশালীকরণ এবং ন্যায়বিচারে সবার জন্য সমান অধিকার নিশ্চিত করার জন্য বিভিন্ন স্টেকহোল্ডারদের একত্রিত করার উদ্যোগে এ সেমিনারটি অনুষ্ঠিত হয়।

মন্তব্য (০)





image

এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ

নিউজ ডেস্কঃ ২০২৫ সালের এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ পেয়েছে। বৃ...

image

অতি ভারী বৃষ্টিপাত নিয়ে যে সতর্কতা দিলো আবহাওয়া অফিস

নিউজ ডেস্কঃ বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়...

image

ফেনীতে এক রাতেই তলিয়ে গেল ২০ গ্রাম

নিউজ ডেস্কঃ ফেনীতে ভারী বৃষ্টিপাত ও ভারতের উজান থেকে নেমে আসা পানিতে মুহ...

image

নির্বাচনে স্ট্রাইকিং ফোর্স হিসেবে থাকবে সেনাবাহিনীঃ প্রেস...

নিউজ ডেস্কঃ প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, আগামী জাতীয় নির্বাচনে সেনাবাহিনী...

image

ভারী বৃষ্টিপাত নিয়ে যে দুঃসংবাদ দিলো আবহাওয়া অফিস

নিউজ ডেস্কঃ টানা বৃষ্টিপাতে নাকাল ঢাকাসহ দেশের অনেক জেলা। তৈরি হয়েছে বন্...

  • company_logo