• অপরাধ ও দুর্নীতি

র‍্যাবের যৌথ অভিযানে আশিক মন্ডলকে পিটিয়ে হত্যা মামলার দুই আসামি গ্রেফতার

  • অপরাধ ও দুর্নীতি

ছবিঃ সিএনআই

পাবনা প্রতিনিধিঃ পাবনার আমিনপুরে মায়ের ওপর অন্যায় হলে প্রতিবাদ করতে গিয়েছিল কিশোর আশিক মণ্ডল (১৭)। শান্তভাবে ক্ষমাও চেয়েছিল, তবু রেহাই পায়নি। নির্মমভাবে পিটিয়ে মেরে ফেলা হয় তাকে। এই ঘটনায় হত্যা মামলার দুই আসামিকে রাজবাড়ী থেকে গ্রেফতার করেছে র‍্যাব।

ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (১৭ জুন), আমিনপুর থানার সাগরকান্দি ইউনিয়নের রামকান্তপুর গ্রামে। আশিকের বাড়ি শ্রীপুর (হঠাৎপাড়া) গ্রামে।

স্থানীয়রা জানান, এক প্রতিবেশীর জমিতে গরু ঢুকে ফসল খায়। সেই দোষ তুলে দেওয়া হয় আশিকের মায়ের ঘাড়ে। প্রতিবেশী আরোফ মৃধা ও তার লোকজন আশিকের মাকে ঘরের ভেতরে ঢুকে মারধর করে। পরে আশিক বাড়ি ফিরে মায়ের ওপর হামলার কথা শুনে প্রতিবাদ করতে যায়। সবার সামনে দাঁড়িয়ে শান্তভাবে বলে, ‘আমার মায়ের গায়ে হাত তুলেছেন কেন?’ সেখানেই সে নিজেও হামলার শিকার হয়। লাঠি, বাঁশ দিয়ে সবাই মিলে তাকে পিটিয়ে গুরুতর আহত করে আশিককে প্রথমে স্থানীয় হাসপাতালে, পরে পাবনা জেনারেল হাসপাতালে নেওয়া হয়। পরে রাজশাহীতে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

 

এ ঘটনায় গত বুধবার (১৮ জুন) আশিকের ভাই নূর ইসলাম মণ্ডল আমিনপুর থানায় ছয় জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করেন।

 

পরে র‍্যাব সদর দফতরের সহায়তায় র‍্যাব-১২ (পাবনা) ও র‍্যাব-১০ (ফরিদপুর) যৌথভাবে অভিযান চালিয়ে শনিবার (২১ জুন) বিকালে রাজবাড়ীর হরিণবাড়িয়া চর থেকে ১ নং আসামি সহিদ মৃধা (৩৬) এবং মাধবপুর বাজার এলাকা থেকে ৩ নং আসামি সাগর মৃধাকে (১৯) গ্রেফতার করে। তারা দু'জনেই আশিকের প্রতিবেশী।

 

আমিনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘গ্রেফতারকৃতদের যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ করে আদালতে পাঠানো হবে।’

মন্তব্য (০)





image

কালীগঞ্জে মাদক বিরোধী অভিযান: নারী সহ ৩ কারবারি আটক

গাজীপুর প্রতিনিধিঃ গাজীপুরের কালীগঞ্জ থানার পুলিশের পৃথক তিনটি মাদকবিরোধ...

image

ঈশ্বরগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে যুবলীগ নেতা সহ গ্রেফতার ৪

ঈশ্বরগঞ্জ প্রতিনিধিঃ ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযান...

image

টেকনাফ ব্যাটালিয়ন ২ বিজিবির অভিযান আটক ১

কক্সবাজার প্রতিনিধি :  ৮১ হাজার ৩৫৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ রোজিন...

image

যশোরের শার্শায় ৭ জনের বিরুদ্ধে গণধর্ষণ মামলা, আটক ১

বেনাপোল প্রতিনিধি : যশোরের শার্শায় দু’সন্তানের জননীকে (৩৮) গণধর্ষণের অভ...

image

বগুড়ায় তুচ্ছ ঘটনায় গুচ্ছ খুন: রাজনৈতিক ছত্রছায়ায় জেলাজুড়ে...

বগুড়া প্রতিনিধিঃ শিক্ষা, সংস্কৃতি ও অর্থনীতিতে সমৃদ্ধ শান্তির নগরী ...

  • company_logo