• স্বাস্থ্য

নীলফামারীতে নারী ও কিশোরীদের স্বাস্থ্য সুরক্ষা উপকরণ বিতরণ

  • স্বাস্থ্য
  • ২৮ অক্টোবর, ২০২০ ১৩:৪৩:০৯

ছবিঃ সিএনআই

নীলফামারী প্রতিনিধিঃ করোনা ভাইরাস (কোভিড-১৯) সংকটকালীন সময়ে নারী ও কিশোরীদের স্বাস্থ্য সুরক্ষায় উপকরণ সমগ্রী বিতরণ করা হয়েছে। নীলফামারী সদরের বাজিদ পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে নারী ও শিশুর প্রতি জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধ কর্মসূচির আওতায় স্বাস্থ্য সুরক্ষায় পিছিয়ে পড়া সুবিধাবঞ্চিত জনগোষ্ঠির ২শ পরিবারের মাঝে স্বাস্থ্য সুরক্ষা উপকরণ দেয়া হয়।

জেন্ডারভিত্তিক ন্যায় বিচারের প্রচার, পুরুষ ও ছেলেদের সংযুক্তিরকরণ নেটওয়ার্ককে শক্তিশালী করার মাধ্যমে বাংলাদেশের নারী ও শিশুদের প্রতি সহিংসতা হ্রাসকরণ প্রকল্পের আওতায় ব্র্যাক এর সহযোগিতায় গ্রাসরুট কো-অপারেশন সংস্থার আয়োজনে নারী ও কিশোরীদের স্বাস্থ্য সুরক্ষা নিয়ে আলোচনা করা হয়। এ সময় সদর উপজেলা নির্বাহী অফিসার এলিনা আকতার, ইউপি সদস্য তাহেদুল ইসলাম, বিদ্যালয়ের প্রধান শিক্ষক কমলা বেগম, জেন্ডার জাস্টিস এন্ড ডাইভারসিটি কর্মসূচির নীলফামারী জেলা সমন্বয়কারী লায়লুন্নাহার, গ্রাসরুট কো-অপারেশনের জেলা সমন্বয়কারী জহুরুল হক বুলবুলসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

মন্তব্য ( ০)





  • company_logo