• সমগ্র বাংলা

হাতীবান্ধায় ভূমি ই-নামজারী ক্যাম্পেইন অনুষ্ঠিত 

  • সমগ্র বাংলা
  • ০৫ অক্টোবর, ২০২০ ২১:০৯:০৫

ছবিঃ সিএনআই

লালমনিরহাট প্রতিনিধিঃ লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলা পরিষদের উদ্যোগে হাতের নাগালে ভূমি সেবা পেতে ইউনিয়ন পর্যায়ে ই-নামজারী ভূমিকা শীর্ষক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। সোমবার হাতীবান্ধা এসএস সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত উক্ত ক্যাম্পেইনে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রফিকুল ইসলাম।ইউএনও সামিউল আমিনের সভাপতিত্বে উপজেলা প্রশাসনও উন্নয়ন সহযোগি জাইকার প্রকল্পের সহায়তায় আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) শামীমা সুলতানা, আলিমুদ্দিন সরকারী কলেজ অধ্যক্ষ শামসুল হক, টংভাঙ্গা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আতিয়ার রহমান ও এসএস সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেজাউল করিম প্রধান প্রমুখ।

উলেস্নখ্য, "জনসেবার জন্য প্রশাসন, দেশের সার্বিক উন্নয়ন" এই শেস্নাগানকে সামনে রেখে স্থানীয় উপজেলা পরিষদের উদ্যোগে উপজেলা পরিচালনা ও জাইকার উন্নয়ন প্রকল্পের সহায়তায় ই-নামজারির কর্মসূচি বাস্ত্মবায়নে করছে সহকারী কমিশনার (ভূমি) এর কার্যালয়। এ কর্মসূচি সার্বিক বাস্ত্মবায়ন, ভূমি সেবা হাতে নাগালে পেতে ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষে ইউনিয়ন পর্যায়ে এই ই-নামজারী ক্যাম্পেইন শুরম্ন করা হয়েছে। উপজেলার ১২টি ইউনিয়নে ধারাবাহিকভাবে চলবে এই ক্যাম্পেইন। 

মন্তব্য ( ০)





  • company_logo