• তথ্য ও প্রযুক্তি

করোনায় অ্যাপলের শেয়ারের বাজারমূল্য প্রায় ৬০ শতাংশ বৃদ্ধি পেয়েছে

  • তথ্য ও প্রযুক্তি
  • ২০ আগস্ট, ২০২০ ১১:০৯:০৬

ফাইল ছবি

নিউজ ডেস্কঃ করোনার এই সঙ্কটও থামাতে পারেনি মার্কিন প্রযুক্তি কোম্পানি অ্যাপলকে। করোনা মহামারীর এ বছরে ফুলে-ফেঁপে উঠছে প্রতিষ্ঠানটি। চলতি বছরে অ্যাপলের শেয়ারের বাজারমূল্য প্রায় ৬০ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

প্রথম কোনো মার্কিন প্রতিষ্ঠান হিসেবে ইতোমধ্যেই অ্যাপলের বাজারমূল্য প্রায় ২ ট্রিলিয়ন বা ২ লাখ কোটি ডলারে পৌঁছেছে। মাত্র দুই বছর আগেও প্রতিষ্ঠানটির বাজারমূল্য ছিল ১ লাখ কোটি ডলার। অর্থাৎ এ দুই বছরেই অ্যাপলের বাজারমূল্য দ্বিগুণ হয়েছে।

প্রতিষ্ঠানটির শেয়ারের দামে ঊর্ধ্বগতি দেখা দিয়েছে। আর তাতেই এর বাজারমূল্য বাড়তে শুরু করেছে। বুধবার অ্যাপলের শেয়ার ১ শতাংশেরও বেশি বৃদ্ধি পেয়েছে। আর বুধবার সকাল ১১টা নাগাদ এর শেয়ার প্রতি দাম বেড়ে ৪৬৮ ডলারে পৌঁছেছে।

করোনার এই সঙ্কটেও ব্যবহারকারীদের আকৃষ্ট করে রাখতে সক্ষম হয়েছে অ্যাপল। মূলত প্রতিষ্ঠানটির প্রতি বিশ্বস্ততার কারণেই এটি সম্ভব হয়েছে। ফলে বাড়িতে আটকা থাকলেও অনেকেই অনলাইনে আইফোন এবং অ্যাপলের বিভিন্ন পণ্য ক্রয় করছে।

মন্তব্য ( ০)





  • company_logo