• সমগ্র বাংলা

নীলফামারীতে জেলা পুলিশের উদ্যোগে জীবানুনাষক স্প্রে

  • সমগ্র বাংলা
  • ৩০ মার্চ, ২০২০ ১৫:৪০:৪০

নীলফামারী প্রতিনিধি:  নীলফামারী জেলা পুলিশের উদ্যোগে শহরের ৩কিলোমিটার সড়কে করোনা ভাইরাস সংক্রমন প্রতিরোধে স্প্রে করা হয় জীবানু নাষক। আজ সোমবার দুপুরে শহরের স্মৃতি  চত্বর থেকে শুরু করে বাটার মোড়, মরাল সংঘ মোড়, কালিবাড়ী মোড়, ট্রাফিক মোড় হয়ে গাছবাড়ী পর্যন্ত সড়কে জীবানু নাষক স্প্রে করা হয়। পুলিশ সুপার মোহাম্মাদ মোখলেছুর রহমান বিপিএম, পিপিএম এর নেতৃত্বে এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আবুল বাশার মোহাম্মাদ আতিকুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) মোঃ রবিউল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (নীলফামারী সার্কেল) মোঃ রুহুল আমীন , নীলফামারী সদর থানার অফিসার ইনচার্জ মমিনুল ইসলাম সহ পুলিশের বিভিন্ন স্তরের কর্মকর্তা ও সদস্যগন এতে অংশ নেয় । এ সময় করোনা সংক্রমন বিষয়ে জনগনকে পরামর্শ দেয়া হয়।

মন্তব্য ( ০)





  • company_logo