• সমগ্র বাংলা

আগামীকাল ৮ মে অনুষ্ঠিত হচ্ছে চুয়াডাঙ্গার দামুড়হুদা ও জীবননগর উপজেলা পরিষদ নির্বাচন।

  • সমগ্র বাংলা
  • ০৭ মে, ২০২৪ ১৭:৫৫:৫৪

ছবিঃ সিএনআই

চুয়াডাঙ্গা প্রতিনিধি: অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে কঠোর নিরাপত্তা বেষ্টনীর মধ্যদিয়ে চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার ৯৬ টি কেন্দ্রে ও জীবননগর উপজেলার ৬২ টি কেন্দ্র সহ মোট ১৫৮ টি কেন্দ্রে নির্বাচনী সরঞ্জামাদি পৌঁছে গেছে।

৭ মে (মঙ্গলবার) দুপুর ১ টায় জীবননগর ও দামুড়হুদা উপজেলা কার্যালয়ের সামনে থেকে আনুষ্ঠানিকভাবে নিরাপত্তা ব্রিফ্রিং এর মধ্যদিয়ে উপজেলা নির্বাহী অফিসারগনএসব নির্বাচনী উপকরনগুলো কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের কাছে হস্তান্তর করেন।

ব্রিফিংকালে উপজেলা জীবননগর উপজেলা নির্বাহী অফিসার জমাব হাসিনা মমতাজ ও দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার জনাব রোকসানা মিতা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সামনে রেখে বলেন অবাধ ও সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে আমরা দায়িত্বের সাথে কাজ করবো। এসময় সকলকে নিরপেক্ষভাবে কাজ করার আদেশ দেন তিনি। 

নির্বাচনী মাঠে কঠোর নিরাপত্তা পালন করতে ৮৬৭ জন পুলিশ, ১০০ জন বিজিবি সদস্য, ৩২ জন র‍্যাব ও ৩০ জন আনসার ব্যাটালিয়ন সহ অঙ্গীভূত আনসার ২৩০৭ জন সহ মোট ৩৩৩৬ জন ফোর্স নিয়মিত দায়িত্ব পালন করছে। 

 

মন্তব্য ( ০)





  • company_logo