• তথ্য ও প্রযুক্তি

দানবীয় উল্কাপিণ্ড পৃথিবীর দিকে ধেয়ে আসছে

  • তথ্য ও প্রযুক্তি
  • ০২ নভেম্বর, ২০১৯ ১২:০৮:৪৩

তথ্য ডেস্কঃ একটি দানবীয় উল্কাপিণ্ড পৃথিবীর দিকে ধেয়ে আসছে বলে জানিয়েছে ইউরোপিয়ান স্পেস এজেন্সি (ইএসএ)। এই উল্কাপিণ্ডটির নাম ২১৬২৫৮ ২০০৬ ডব্লিউ এইচ ওয়ান। আর এটি পাঁচশ মিটার চওড়া। খবর ‘নিউজ ন্যাশনে’র। জানা গেছে, আগামী ২০ ডিসেম্বর পৃথিবীর মুখোমুখি হবে দানবীয় এই উল্কাপিণ্ডটি। তবে স্বস্তির বিষয় হচ্ছে, ২১৬২৫৮ ২০০৬ ডব্লিউ এইচ ওয়ান নামের এ উল্কাটি পৃথিবীতে আঘাত হানবে না। এটি ৩৭ লাখ মাইল দূর থেকেই পৃথিবীকে পাশ কাটিয়ে চলে যাবে। বিজ্ঞানীদের মতে, উল্কাপিণ্ডটির পৃথিবীতে আঘাত হানার সম্ভাবনা ৩৮৫ ভাগের মধ্যে এক ভাগ। আর যদি এটি পৃথিবীতে আঘাত হানে, তাহলে বিশালাকার একটি শহর পৃথিবীর মানচিত্র থেকে মুছে যাবে। বিষয়টি বিবেচনা করে ৭৩ হাজার ৪৩৫ মাইল দূর থেকে ছুটে আসা এ উল্কাটিকে ইতোমধ্যেই ‘ঝুঁকির তালিকা’য় অর্ন্তভুক্ত করেছে ইউরোপিয়ান স্পেস এজেন্সি।

মন্তব্য ( ০)





  • company_logo