• বিনোদন

আমরা গরিব হলেও ফকির না: শবনম ফারিয়া

  • বিনোদন
  • ১০ অক্টোবর, ২০১৯ ১৬:৫৬:১০

বিনোদন ডেস্ক: বাংলাদেশে প্রেক্ষাপটে একটার পর একটা ইস্যু লেগেই থাকে। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের বদৌলতে ছোট থেকে বড় কোনো কিছুই এখন সাধারণ জনগণের কাছে গোপন থাকেনা। ঘটনা যেটাই হোক পক্ষে বিপক্ষে যুক্তির খেলা চলে ফেসবুকে। এসব ইস্যুতে অনেকে আবার দেশকে হেয় করে বিভিন্ন রকম স্ট্যাটাস দিয়ে থাকে। যদিও তাদের এসব বাণী স্ট্যাটাস পর্যন্তই সীমাবদ্ধ থাকে। কথিত সুশীলজনদের এসব নীতিবাক্য নিয়ে ফেসবুকে একটি পোস্ট করেন ছোটপর্দা ও বড় পর্দার জনপ্রিয় অভিনেত্রী শবনম ফারিয়া। তার লেখাটি হুবহু তুলে ধরা হলো- ‘একদল মানুষ আছে, কোন একটা ঘটনা ঘটলেই স্ট্যাটাস মারে, ‘এই দেশে আর থাকতে চাই না’, ‘এই দেশের ভবিষ্যত নাই’ ব্লা, ব্লা... এজ ইফ, সব দেশের দোষ, দেশ শিখায় দিসে তুমি বদ হও, চুরি বাটপারি করো, খুন খারাপি করো! আর দুনিয়ার কোন দেশে খারাপ কোন ঘটনা ঘটে না? একটু গুগল করে বিভিন্ন দেশের ক্রাইম রেট একটু দেইখেন তো! বাই দা ওয়ে, IELTS এ ৮ উঠায় তারপর স্ট্যাটাস মাইরেন এই দেশে থাকতে চান না! তার আগে হুদাই দেশকে ব্লেইম না করে দুই চারটা ভাল কাজ করার ট্রাই করেন! ২টা বাচ্চার পড়াশুনার দায়িত্ব নেন, ২টা গাছ লাগান, বাসার চারপাশ পরিষ্কার রাখেন, ছেলে মেয়েদের নৈতিক শিক্ষা দেন... ৮/১০ বছর পর দেখবেন মানুষ বাংলাদেশের সিটিজেনশিপ চায়, সেক্ষেত্রে অবশ্য আমরা গরিব হলেও ফকির না, আমরা অন্য দেশের মানুষকে সিটিজেনশিপ দেই না!’

মন্তব্য ( ০)





  • company_logo