• বিনোদন

মুম্বাইয়ের বান্দ্রারের ফ্ল্যাট ছেড়ে চলে যাচ্ছেন সালমান খান

  • বিনোদন
  • ২৩ এপ্রিল, ২০২৪ ১৫:৫৫:১১

ছবিঃ সংগৃহীত

বিনোদন ডেস্কঃ বার বার হত্যার হুমকি দেওয়ায় উদ্বিঘ্ন ভারতীয় সুপারস্টার সালমান খান। তাইতো নিরাপদ জীবন যাপনে মুম্বাইয়ের বান্দ্রারের ফ্ল্যাট ছেড়ে চলে যাচ্ছেন তারকা অভিনেতা।  সম্প্রতি অভিনেতার বান্দ্রার ফ্ল্যাটে গুলি করেন দুই বন্দুকধারী। যদিও পুলিশের হাতে ধরা পড়েছেন তারা। এই ঘটনার দায় স্বীকার করে নিয়েছে কুখ্যাত এই সন্ত্রাসীরা। 

তারপর থেকেই সালমান খানকে বাড়তি নিরাপত্তা দিয়েছে মহারাষ্ট্র সরকার। তার জন্য চিন্তায় খান পরিবার। নিরাপদে থাকতে বান্দ্রারার ফ্ল্যাট ছেড়ে রায়গড় জেলার পানভেলেতে চলে যাচ্ছেন তিনি। 

অভিনেতার ঘনিষ্ঠ সূত্রের দাবি, এমনিতেই নিজের বাগানবাড়িতে সময় কাটাতে যেতেন। কিন্তু, সম্প্রতি যেভাবে তার নিরাপত্তা বেড়েছে, তার কারণে শহরবাসীর যাতে কোনও অসুবিধা না হয় সে জন্য এই সিদ্ধান্ত। এ ছাড়াও ‘বিগ বস্’-এর শুটিং ফ্লোর থেকেও কাছে হওয়ায় পাকাপাকি সেখানেই থাকার সিদ্ধান্ত নিয়েছেন সালমান। পরিবারের সবার কথা ভেবেই এই সিদ্ধান্ত নিয়েছেন অভিনেতা। 

মন্তব্য ( ০)





  • company_logo