• বিনোদন

যে কারনে এবার জন্মদিন পালন করলেন না চিত্রনায়ক জায়েদ খান

  • বিনোদন
  • ৩০ জুলাই, ২০১৯ ২১:৫১:৫৬

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি’র সাধারণ সম্পাদক, চিত্রনায়ক জায়েদ খান। আজ ৩০ জুলাই তার জন্মদিন। সিএনআই অনলাইনের পক্ষ থেকে তার জন্মদিনে প্রাণ ঢালা অভিনন্দন ও শুভেচ্ছা। জায়েদ খানের উল্লেখযোগ্য সিনেমাগুলো হচ্ছে- ‘তোকে ভালোবাসতেই হবে’, ‘প্রেম করবো তোমার সাথে’, ‘আত্মগোপন’ ‘জমিদার বাড়ির মেয়ে’, ‘পাপের প্রায়শ্চিত্য’, ‘মন ছুয়েছে মন’, ‘রিক্সাওয়ালার ছেলে ও কাজের ছেলে’ এবং তার প্রযোজনায় মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘অন্তর জ্বালা’। জায়েদ খান বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি’র সাধারণ সম্পাদক নির্বাচিত হয়ে সবার মাঝে এক আলোড়ন সৃষ্টি করেছেন। জায়েদ খানের চলচ্চিত্র যাত্রা শুরু হয় ২০০৮ সালে ‘ভালবাসা ভালবাসা’ ছবি দিয়ে। রোমান্টিক ধাঁচের এই ছবিটি পরিচালনা করেন মহম্মদ হাননান। এতে আরো অভিনয় করেন রিয়াজ ও শাবনূর। গত জন্মদিনে এফডিসিতে জায়েদ খান বিশাল অনুষ্ঠান করেছিলেন। বিয়ে বাড়ির মতো সাজিয়েছিলেন এফডিসি প্রাঙ্গণ। রীতিমতো গরু জবাই করে খাইয়েছেন শিল্পী ও কলাকুশলীদের। সন্ধ্যায় বাজি পুড়িয়েছেন তিনি। তবে এবার জন্মদিনে বিশেষ কোনো আয়োজন নেই। জন্মদিনের টাকা বন্যার্তদের মধ্যে বিতরণ করবেন বলে জানান জায়েদ। এ বিষয়ে জায়েদ খান বলেন, ‘দেশের বন্যা পরিস্থিতি ক্রমেই অবনতির দিকে যাচ্ছে। বন্যা ভয়াবহ আকার ধারণ করেছে। বন্যাকবলিত এলাকাগুলোতে সবার যাওয়া উচিত, বন্যাকবলিত মানুষের পাশে দাঁড়ানো উচিত। সামর্থ্য অনুযায়ী সাহায্যের হাত বাড়ানো উচিত। যে কারণে আজ আমি আমার জন্মদিনে বিশেষ কোনো আয়োজন করিনি। বন্যার্তদের মধ্যে সেই টাকা দিতে চাই। আগষ্টের প্রথম সপ্তাহে আমি বন্যাকবলিত এলাকাগুলোতে যাব। তাদের পাশে দাঁড়াব। সমাজে যাঁরা বিত্তবান আছেন, তাঁরা যেন সামর্থ্য অনুযায়ী বন্যার্তদের পাশে দাঁড়ান।’

মন্তব্য ( ০)





  • company_logo