• বিনোদন

স্বামী ও শ্বশুর বাড়ির নির্যাতনের বিচার চাইলেন মিলা

  • বিনোদন
  • ২৪ এপ্রিল, ২০১৯ ২০:৪২:৫৮

স্বামী ও শ্বশুর বাড়ির অমানবিক নির্যাতনের ন্যায় বিচারের দাবিতে সংবাদ সম্মেলন করলেন জনপ্রিয় সঙ্গীতশিল্পী মিলা। আজ বুধবার বিকেলে রাজধানীর বেইলি রোডস্থ এক রেঁস্তোরায় সংবাদ সম্মেলন করেন তিনি। এখানে উপস্থিত ছিলেন মিলার বাবা অবসরপ্রাপ্ত লেফটেনেন্ট জেনারেল শহিদুল ইসলাম, মা ও ছোট বোন দিশা। এ সময় সাংবাদিকদের উদ্দেশ্য করে মিলা বলেন, ‘আজ আমি ও আমার পরিবার আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আমার ভালো-খারাপ সব সময়ের সাক্ষী আপনারাই। তাই এখন একমাত্র আপনাদের সাহায্যই পারবে আমাকে ন্যায্য বিচার দিতে। সবাইকে আমার পাশে থাকার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি।’ উল্লেখ্য, ২০১৭ সালের মে মাসে পারিবারিকভাবে বৈমানিক পারভেজ সানজারির সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন মিলা ইসলাম। বিয়ের পর গানে হয়ে পড়েন অনিয়মিত। জড়িয়ে যান সংসার জীবনে। কিন্তু কিছুদিন পরই তাদের মধ্যে দেখা দেয় দ্বন্দ্ব-বিবাদ। হুট করেই শোনা যায় মিলার সংসার ভাঙনের খবর। মারধরের শিকার হয়ে নারী নির্যাতন-যৌতুকের অভিযোগ এনে স্বামী সানজারির বিরুদ্ধে মামলাও করেন তিনি। সেই মামলা চলমান। এর আগে মিলা তার ভেরিফায়েড ফেসবুক পেজে বিবাহিত জীবনের ঘটনা শেয়ার করেছেন। সেখানে তিনি জানান, বিবাহিত জীবনে তার ওপর কেমন নির্যাতন চালিয়েছিলেন তার স্বামী বৈমানিক পারভেজ সানজারি ও তার পরিবার। স্বামীর বিরুদ্ধে নারী নির্যাতন-যৌতুকের অভিযোগে এনে মামলা করেছেন মিলা। সেই মামলা তুলে নেয়ার জন্য তার প্রতি আসা হুমকির কথাও জানান। এমনকি বাথরুম থেকে নগ্ন অবস্থায় টেনে বের করে এনে মানুষের সামনে শাশুড়ির মারধর ও অকথ্য গালিগালাজ করার কথাও জানান।

মন্তব্য ( ০)





  • company_logo