• বিনোদন

চেন্নাইয়ে প্রতিযোগিতায় 'ইতি, তোমারই ঢাকা'

  • বিনোদন
  • ০৫ ফেব্রুয়ারী, ২০১৯ ২০:২৪:৫২

সম্প্রতি ভারতের জয়পুর আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সেরা মৌলিক চিত্রনাট্যের পুরস্কার জয়ের পর এবার ভারতের চেন্নাইয়ে স্বাধীন চলচ্চিত্র উৎসব প্রতিযোগিতায় লড়বে বাংলাদেশের প্রথম অমনিবাস চলচ্চিত্র 'ইতি, তোমারই ঢাকা'। ছবির ইংরেজি টাইটেল 'সিনসিয়ারলি ইয়োরস, ঢাকা'। খবরটি জানিয়েছেন প্রযোজনা প্রতিষ্ঠান ইমপ্রেস লিমিটেডের কনসালট্যান্ট [ফিল্ম] ও 'ইতি, তোমারই ঢাকা' চলচ্চিত্রের ক্রিয়েটিভ প্রডিউসার আবু শাহেদ ইমন। তিনি বলেন, 'স্বাধীন চলচ্চিত্রের জন্য এ সময় ভারতের গ্রহণযোগ্য একটি চলচ্চিত্র উৎসব 'ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম ফেস্টিভাল অব চেন্নাই'। আগামী ৮ ফেব্রুয়ারি শুরু হওয়া এই আসরটি শেষ হবে ১০ ফেব্রুয়ারি। এখানে দেশি-বিদেশি চলচ্চিত্র মিলিয়ে অনন্ত ৩০টি চলচ্চিত্র দেখানো হবে। এই উৎসবের প্রতিযোগিতা বিভাগে দেখানো হবে আমাদের এই ছবিটি। আবু শাহেদ ইমন আরও জানান, শুধু চেন্নাইয়ে নয়, ভারতের আরও একটি চলচ্চিত্র উৎসবে চলতি মাসে দেখানো হবে ছবিটি। তিনি বলেন, নবম কোলহাপুর আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে দেখানো হবে ছবিটি। ১১ নির্মাতার ১১ গল্পে ঢাকার মানুষের জীবনযাপন, তাদের সংগ্রাম ও বেঁচে থাকার নিরন্তর যুদ্ধ এবং সেই সঙ্গে ঢাকার নিজস্ব এক সংস্কৃতি এক সুতোয় মিলিত হতে দেখা যায় 'ইতি, তোমারই ঢাকা' চলচ্চিত্রে। ইমপ্রেস টেলিফিল্মের প্রযোজনায় নির্মিত এই ছবির ১১ নির্মাতা হলেন- গোলাম কিবরিয়া ফারুকী, মাহমুদুল ইসলাম, মীর মোকাররম হোসেন, রাহাত রহমান, রবিউল আলম রবি, সৈয়দ সালেহ আহমেদ সোবহান, সৈয়দ আহমেদ শাওকী, তানিম নূর, তানভীর, কৃষ্ণেন্দু চট্টোপাধ্যায় ও নুহাশ হুমায়ূন।

মন্তব্য ( ০)





  • company_logo