• তথ্য ও প্রযুক্তি

ম্যাসেঞ্জারে 'টাকা চেয়ে' প্রতারণা রুখতে করণীয়

  • তথ্য ও প্রযুক্তি
  • ২৮ ডিসেম্বর, ২০১৮ ১৪:১৮:৫৯

সামাজিক যোগাযোগমাধ্যম এমন একটি ব্যবস্থা যেখানে ভাল-খারাপ সব কিছুরই বহিঃপ্রকাশ ঘটে। তবে কিছু সতর্কতা বজায় রাখলে খারাপ জিনিসগুলো থেকে রক্ষা পাওয়া যায়। সামাজিক যোগাযোগমাধ্যমের মধ্যে ফেসবুকই সব থেকে বেশি জনপ্রিয়। আর চ্যাটিং জনপ্রিয়তাও শীর্ষে আছে ফেসবুকের ম্যাসেঞ্জার। সম্প্রতি ঘনিষ্ঠ বা কাছের মানুষের ফেসবুক আইডি হ্যাক করে ম্যাসেঞ্জারে টাকা চাওয়ার প্রতারণা বেড়েছে খুবই বেশি। এর ভুক্তভোগী হচ্ছেন অনেকেই। ফেসবুকের এই স্ক্যাম ব্যবহারকারীদের মধ্যে উদ্বেগ তৈরি করেছে। বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার ফেসবুক ব্যবহারকারীরা এত দিন এ ধরনের প্রতারণার ফাঁদে পড়ছিলেন। সম্প্রতি অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে এ ধরনের প্রতারণা বেড়ে গেছে। যুক্তরাজ্যের দ্য সান ডটকো ডটইউ কে'র অনলাইনের প্রতিবেদনে বলা হয়, পরিবারের ঘনিষ্ঠজনের ছদ্মবেশে ধোঁকা দেওয়ার চেষ্টা চালাচ্ছে সাইবার দুর্বৃত্তরা। জরুরি প্রয়োজনের কথা বলে ম্যাসেঞ্জারের মাধ্যমে অর্থ চাইছে। তারপর যেকোনো মাধ্যমে জরুরি কিছু টাকা পাঠাতে বলছে। প্রতিবদেনে বলা হয়, দুর্বৃত্তদের টাকা চাওয়ার ধরন একেক জনের ক্ষেত্রে একেক রকম হয়। কারও কাছে বান্ধবীর ভান ধরে বা কারও কাছে পরিবারের সদস্যদের ছদ্মবেশ ধরে জরুরি প্রয়োজনের কথা বলা হচ্ছে। কোথাও কোথাও লটারিতে অংশ নেওয়ার কথা বলে বা কোথাও থেকে অর্থ পাওয়ার লোভ দেখিয়ে কিছু বিনিয়োগের কথাও বলা হচ্ছে। কুইন্সল্যান্ডের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে বলা হচ্ছে, যেহেতু পরিচিতজনের কাছ থেকে বার্তা আসে, তাই অনেকেই বিভ্রান্ত হয়ে যান। তারা বিশ্বাস করে বসেন। কিন্তু এ ধরনের বার্তা পাঠায় স্ক্যামার বা সাইবার প্রতারকেরা। যে অ্যাকাউন্ট থেকে বার্তা পাঠানো হয়, সেটি তাদের নিয়ন্ত্রণে থাকে। অ্যাকাউন্ট হ্যাক করে বা ছবি ও তথ্য হাতিয়ে নিয়ে ভুয়া প্রোফাইল তৈরি করে তারা এ অপকর্ম করে। প্রতারণা থেকে সুরক্ষা পেতে পরামর্শ এ ধরনের প্রতারণা ঠেকাতে ফেসবুকে ‘টু ফ্যাক্টর অথেনটিকেশন’ যোগ করা যেতে পারে, যা অ্যাকাউন্ট হাতিয়ে নেওয়ার বিষয়টি কঠিন করে তুলবে। ফেসবুকে এ সুবিধা থাকলেও তা ডিফল্ট আকারে নেই। ম্যানুয়ালি ঠিক করে নিতে হবে। যাদের কোনো অ্যাকাউন্ট নিয়ে সন্দেহ হবে, তারা অবশ্যই ফেসবুককে অভিযোগ জানাবেন। কখনো নিশ্চিত না হয়ে অর্থ পাঠাবেন না। ফেসবুকের কোনো পোস্ট বা বার্তা যদি কৌশলে ব্যক্তিগত তথ্য সংগ্রহ করার চেষ্টা করে বা অর্থ চায়, তবে https://www.facebook.com/help/reportlinks এই লিংকে অভিযোগ করা যাবে। যাদের অ্যাকাউন্ট হ্যাক হবে তারা যাবেন এই লিংকে facebook.com/hacked ফেসবুক অ্যাকাউন্টের নিরাপত্তা পরীক্ষা করতে যেতে পারেন https://newsroom.fb.com/news/ 2015/07/enhancing-security-with-a-quick-checkup/ ফেসবুকের সেটিংস পরীক্ষা করতে যেতে পারেন facebook.com/settings সূত্রঃ এবিসি নিউজ

মন্তব্য ( ০)





  • company_logo