• তথ্য ও প্রযুক্তি

এবার এলিয়েনদের খুঁজবে লেজার লাইট

  • তথ্য ও প্রযুক্তি
  • ২৫ নভেম্বর, ২০১৮ ১৬:৪৩:২৫

এলিয়েন, পৃথিবীর বাইরে ভিন্নগ্রহের ভিন্ন বাসিন্দা, যা এখন পর্যন্ত সিনেমায় কিংবা গল্পেই শোনা যায়। যদিও খোদ বিজ্ঞানীদের মধ্যে এ নিয়ে ভিন্নমত আছে, তবে এলিয়েনদের অবস্থান নিশ্চিত নিয়ে এখনো গবেষণা চালিয়ে যাচ্ছেন বিজ্ঞানীরা। আর সেই ধারাবাহিকতায় এবার লেজার লাইটের মাধ্যমে খোঁজা হবে এলিয়েন। শুনতে আশ্চর্য মনে হলেও প্রায় হাজার হাজার আলোকবর্ষ পার করতে পারে এমন লেজার লাইট নিয়ে কাজ করছেন এমআইটির দুই বিজ্ঞানী। ওই দুই বিজ্ঞানী তাদের আবিষ্কৃত এই লেজার লাইট পৃথিবীর বাইরে বিভিন্ন গ্রহে প্রাণের সন্ধান করবে বলে জানিয়েছেন একটি জার্নালে। দ্য অ্যাস্ট্রোফিজিক্যাল জার্নাল শীর্ষক ওই প্রবন্ধে বলা হয়, আমরা একটি বিশালাকার টেলিস্কোপের সঙ্গে এমন লেজার লাইট আবিষ্কার করব যা নক্ষত্র মণ্ডলে ভ্রমণকারীদের খুঁজে বের করতে সাহায্য করবে। মার্কিন সংবাদ মাধ্যম ফক্স নিউজের এক প্রতিবেদনে বলা হয়, এই লেজার লাইটের জন্য ১-২ মেগাওয়াট আলো এবং প্রচুর পরিমাণ শক্তির প্রয়োজন হবে। ইতোমধ্যেই অকেজো মিসাইল থেকে প্রতিরক্ষা প্রকল্পে বিমান বাহিনীর ডিজাইন করা মেগাওয়াট পরিমাণের লেজার লাইট ব্যবহার করা হয়, যা খুব সহজেই এলিয়েন খোঁজার প্রকল্পে ব্যবহার করা যেতে পারে বলে জানিয়েছেন এমআইটি থেকে পাস করা শিক্ষার্থী এবং লেখক জেমস ক্লার্ক। তিনি বলেন, এ ধরনের লেজার লাইট থেকে নির্ধারণযোগ্য সিগন্যাল তৈরি করা সম্ভব, যা দিয়ে মহাকাশ বিজ্ঞানীরা মহাকাশে তারাগুলোর মধ্যে অস্বাভাবিক বর্ণচ্ছটার মতো কিছু দেখলে তা দেখতে পারবেন। প্রতিবেদনে আরো বলা হয়, এই টেলিস্কোপটির জন্য ডায়ামিটারের মধ্যে ৩০ ও ৪৫ মিটারের জায়গা প্রয়োজন হবে। এজন্য ইতোমধ্যে তিনটি ভিন্ন ধরনের এবং ভিন্ন মাত্রার টেলিস্কোপ নিয়ে কাজ চলছে, যা আগামী ২০২০ সালের মাঝামাঝি হাওয়াইয়ান আইসল্যান্ডের সর্বোচ্চ শৃঙ্গ মাউনা কেয়ায় স্থাপিতব্য থার্টি মিটার টেলিস্কোপের (টিএমটি) সঙ্গে তৈরি করা হবে। মজার বিষয় হচ্ছে, বাতিঘর থেকে নিঃসৃত এই লেজার লাইটে ইনফ্রারেড রেডিয়েশন থাকায় সাধারণ মানুষের দৃষ্টিশক্তির বাইরে থাকবে এই আলো।

মন্তব্য ( ০)





  • company_logo