• গণমাধ্যম
  • লিড নিউজ

টাঙ্গাইল প্রেসক্লাবে সংগীতানুষ্ঠানে এপার বাংলা-ওপার বাংলার দুই নক্ষত্র 

  • গণমাধ্যম
  • লিড নিউজ
  • ১৭ এপ্রিল, ২০২৪ ১৪:৪৩:৫০

ছবিঃ সিএনআই

টাঙ্গাইল প্রতিনিধিঃ টাঙ্গাইল প্রেসক্লাবের উদ্যোগে বাংলা নববর্ষ উপলক্ষে সোমবার (১৫ এপ্রিল) সন্ধ্যায় এপার বাংলা-ওপার বাংলার দুই শিল্পীকে নিয়ে সঙ্গীতানুষ্ঠানের আয়োজন করা হয়। টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ এর সভাপতিত্বে বঙ্গবন্ধু ভিআইপি অডিটরিয়ামে আয়োজিত সঙ্গীতানুষ্ঠানে রবীন্দ্র, নজরুল ও আধুনিক গান পরিবেশন করেন, ভারতের একটি সঙ্গীত মহাবিদ্যালয়ের রবীন্দ্র সঙ্গীতের শিক্ষক শিল্পী অনন্যা বসাক এবং বাউল গান পরিবেশন করেন, বাংলাদেশের জনপ্রিয় কন্ঠ শিল্পী পলাশ শীল।

অনুষ্ঠান সঞ্চালনা করেন গীতিকার ও সাংবাদিক উদয় হাকিম। টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ ও সাধারণ সম্পাদক নাসির উদ্দিন এর নির্দেশনায়, অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধায়নে ছিলেন সাহিত্য সম্পাদক হেমায়েত হোসেন হিমু ও সদস্য মোঃ রাশেদ খান মেনন (রাসেল)। ওই সঙ্গীতানুষ্ঠানে জনপ্রতিনিধি, সংগীত অনুরাগী সুধীজন, মানবাধিকার কর্মী, মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যগণ, গণমাধ্যম কর্মী ও তাদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। সাংস্কৃতিক নগরী টাঙ্গাইলের সঙ্গীত বোদ্ধারা সোমবার সন্ধ্যা থেকে রাত ১০টা পর্যন্ত ওই সঙ্গীতানুষ্ঠান উপভোগ করে শিল্পী ও আয়োজকদের ভূয়সী প্রশংসা করেন।

 

মন্তব্য ( ০)





  • company_logo