• অপরাধ ও দুর্নীতি

উলিপুরে ১৪ বছর পলাতক, অবশেষে গ্রেপ্তার

  • অপরাধ ও দুর্নীতি
  • ১০ এপ্রিল, ২০২৪ ১৯:৪১:৩২

ছবিঃ সিএনআই

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের উলিপুরে ১৪ বছর পলাতক থাকার পর হত্যা মামলার আসামী বাদশা মিয়া ওরফে মকু (৪৬)কে গ্রেফতার করেছে পুলিশ। তিনি দূর্গাপুর ইউনিয়নের গোড়াই মিয়াজি পাড়া গ্রামের দজির উদ্দিনের পুত্র।

পুলিশ জানায়, ২০১১ সালে গাজীপুর জেলার টঙ্গী থানা  এলাকায় জুয়া খেলাকে কেন্দ্র করে বাদশা মিয়া ও তার সহযোগিরা নজরুল ইসলাম নামে এক ব্যক্তিকে মারপিট করে হত্যা করে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে টঙ্গী থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। এরপর থেকে বাদশা মিয়া দেশের বিভিন্ন জায়গায় ১৪ বছর ধরে পলাতক ছিলেন। বুধবার(১০ এপ্রিল) সকালে গোপন সংবাদের ভিত্তিতে দূর্গাপুর ইউনিয়নের পাঁচপীর বাজার থেকে পলাতক ওয়ারেন্টভূক্ত আসামী বাদশা মিয়া ওরফে মকুকে গ্রেপ্তার করে উলিপুর থানা পুলিশ।

ঘটনার সত্যতা নিশ্চিত করে উলিপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) গোলাম মর্তুজা বলেন, আসামীকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

মন্তব্য ( ০)





  • company_logo