• অপরাধ ও দুর্নীতি

কালীগঞ্জে পশু খাদ্য ও ঔষধ বিক্রির ৩ দোকানীকে জরিমানা

  • অপরাধ ও দুর্নীতি
  • ২৫ এপ্রিল, ২০২৪ ২২:১৬:৫৯

ছবিঃ সিএনআই

গাজীপুর প্রতিনিধিঃ গাজীপুররে কালীগঞ্জে ভেটেনারি লাইসেন্স ছাড়া পশু খাদ্য ও ঔষধ বিক্রি এবং অস্বাস্থ্যকর পরিবেশে পশু খাদ্য বিক্রির অপরাধে তিন দোকানেকে অর্থদণ্ড করেছে ভ্রাম্যমান আদালত। বৃহস্পতিবার (২৫ এপ্রিল) বিকেলে কালীগঞ্জ পৌরসবার বালীগাঁও ও বাজার এলাকায় এলাকার এ অভিযান পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার ( ভূমি) নূরী তাসমিন ঊর্মি।

ভ্রাম্যমান আদালতের বিচারক নূরী তাসমিন ঊর্মি জানান,  বিকেলে কালীগঞ্জ পৌরসভার বালীগাঁও বাজার এলাকায় অভিযানতালার ভ্রাম্যমান আদালত। এ সময় তিনটি মামলায় তিন ব্যবসায়ীকে নয় হাজার টাকা অর্থদণ্ড করা হয়। ভ্রাম্যমান আদালত সূত্রে জানা গেছে। 

বাংলাদেশ ভেটেনারী কাউন্সিল আইন ২০১৯ এর ৩৭(২) ধারায় ২টি মামলায় ৭ হাজার ও ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৫৩ ধারায় একটি মামলায় ২ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় উপজেলা প্রাণিসম্পদ ও ভেটেনারি হাসপাতালের চিকিৎসক মো. আফজাল হোসেন, বেঞ্চ সহকারী মাহবুবুল ইসলামসহ থানা পুলিশ ও আনসার সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

মন্তব্য ( ০)





  • company_logo