• অপরাধ ও দুর্নীতি

মোবাইল কোর্টের মাধ্যমে একজন কে কারাদন্ড

  • অপরাধ ও দুর্নীতি
  • ০৯ এপ্রিল, ২০২৪ ১৫:১৭:১২

ছবিঃ সিএনআই

সাতকানিয়া প্রতিনিধিঃ সাতকানিয়ায়(৮ এপ্রিল) ভোর ০৪.৩০ টায় গোপন সংবাদের ভিত্তিতে সাতকানিয়া উপজেলার নলুয়া ইউনিয়নের মরফলা বাজার এলাকায় মোবাইল কোর্টের অভিযান পরিচালনা করা হয়।

এসময় মো: বেলাল হোসাইন (৪০), নামের এক লোককে ইয়াবা বহনরত অবস্থায় পুলিশ কর্তৃক হাতেনাতে আটক করা হয়। আটককৃত ব্যক্তি সাতকানিয়া উপজেলার নলুয়া ইউনিয়নের নতুন পাড়া মৈশামুড়া, এলাকার মৃত আব্দুল মালেকের ছেলে।

আটককৃত ব্যক্তি স্বেচ্ছায় দোষ স্বীকার করে আদালতের নিকট ক্ষমা প্রার্থনা করেন। পরবর্তীতে আসামিকে মোবাইল কোর্টের মাধ্যমে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর আওতায় সংশ্লিষ্ট ধারায় ৩০ (ত্রিশ) দিনের বিনাশ্রম কারাদন্ড ও ১০০ টাকা অর্থদন্ড প্রদান করা হয়। আসামির কাছ থেকে জরিমানার টাকা আদায় করে চট্টগ্রাম জেলা কারাগারে প্রেরণের নিমিত্ত জেল পরোয়ানামূলে সাতকানিয়া থানায় হস্তান্তর করা হয়েছে। 

মোবাইল কোর্ট পরিচালনা করেন, মিল্টন বিশ্বাস, উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, সাতকানিয়া, চট্টগ্রাম।

মন্তব্য ( ০)





  • company_logo