• অপরাধ ও দুর্নীতি

নড়াইলে আন্তঃজেলা ডাকাত দলের ৪ সক্রিয় সদস্য গ্রেফতার  

  • অপরাধ ও দুর্নীতি
  • ০৫ এপ্রিল, ২০২৪ ২২:০৫:৫২

ছবিঃ সিএনআই

নড়াইল প্রতিনিধিঃ নড়াইল সদর থানা এলাকায় রাত্রিকালীন মোবাইল ডিউটি করাকালে এসআই (নিঃ) নরোত্তম বিশ্বাস ও এএসআই (নিঃ) সাহেব আলী সঙ্গীয় ফোর্সসহ নড়াইল পৌরসভাধীন উজিরপুর সাকিনস্থ কাড়ার বিল বটতলায় অবস্থানকালে জানতে পারেন যে, নড়াইল পৌরসভার অন্তর্গত ০৭নং ওয়ার্ডের মাছিমদিয়া সাকিনস্থ ধোপাখোলা মোড় হতে লোহাগড়াগামী মহাসড়কের পশ্চিম পার্শ্বের জনৈক মৃত রায়হান মোল্যার উচু ভিটা জমির আম বাগানের মধ্যে কতিপয় ডাকাত একত্রিত হয়ে এলাকায় ডাকাতির জন্য প্রস্ততি গ্রহণ করছে। উক্ত সংবাদ পেয়ে উর্ধ্বতন কর্তৃপক্ষকে তাৎক্ষনিকভাবে মোবাইল ফোনের মাধ্যমে ঘটনার বিষয়ে অবহিত করেন। সংবাদের সত্যতা যাচাই এবং আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য রাত ০২.১৫ ঘটিকার সময় উল্লিখিত ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হন। রাত ০২.২০ ঘটিকায় পুলিশের আভিযানিক টিম ঘটনাস্থল মাছিমদিয়া সাকিনস্থ জনৈক মৃত রায়হান মোল্যা এর উচু ভিটা জমির আম বাগানের পূর্ব পার্শ্বের ধোপাখোলা মোড় হতে লোহাগড়াগামী মহাসড়কের নিকট পৌঁছা মাত্রই বাগানের মধ্যে হতে অজ্ঞাতনামা ৮/৯ ডাকাত দৌড়ে মহাসড়কের উপর অপেক্ষমান একটি ট্রাকের উপর উঠে পড়লে অজ্ঞাতনামা ট্রাক ড্রাইভার দ্রুত ট্রাক চালিয়ে লোহাগড়ার দিকে চলে যায়। উক্ত সময় পুলিশের হাক ডাক ও বাঁশির শব্দে আশপাশ থেকে লোকজন এগিয়ে আসলে সংগীয় অফিসার, ফোর্স ও স্থানীয় লোকজনের সহায়তায় জনৈক মৃত রায়হান মোল্যা এর উচু ভিটা জমির আম বাগানের মধ্য হতে ডাকাতি কাজে ব্যবহৃত আলামত সহ ০৪ জন ডাকাতকে ধৃত করা হয়।

ধৃত ডাকাতদের নিকট নাম ঠিকানা জিজ্ঞাসাবাদ করলে নিম্নোক্ত নাম ঠিকানা পাওয়া যায়ঃ ১। মোঃ রকি (২৬), পিতা- মোঃ আব্দুস সালাম, সাং- হরিয়ান (পূর্ব পাড়া), থানা-কাটাখালী, জেলা-রাজশাহী; ২। মোঃ আব্দুর রহমান স্বপন ওরফে স্বপন (২১), পিতা- মোঃ বেলাল হোসেন, সাং-পূর্ব দরবারপুর (আম্বর আলী সওদাগার বাড়ী), থানা- ফুলগাজী, জেলা- ফেনী; ৩। মোঃ ইকবাল (৩৩), পিতা- আবুল ওরফে আবুল কালাম, সাং-বারোয়াজারী (কাশিপুর), থানা-মেঘনা, জেলা-কুমিল্লা; ৪। মোঃ আনিছ মিয়া (১৯), পিতা- মৃত মিজানুর রহমান, সাং-মাধবদী (খালপাড়া), থানা-মাধবদী, জেলা-নরসিংদী, এ/পি-টঙ্গী স্টেশন রোড, থানা-টঙ্গী পূর্ব, জেলা-গাজীপুর।এ সময় আসামিদের হেফাজত হতে ডাকাতির কাজে ব্যবহৃত (ক) ০১(এক)টি কাঠের হাতলযুক্ত রামদা, যা কাঠের বাট সহ লম্বা ৩৩ ইঞ্চি, যার কাঠের বাট ১১ ইঞ্চি এবং লোহার অংশ ২২ ইঞ্চি, (খ) ০১(এক)টি কাঠের হাতলযুক্ত ধারালো ড্যাগার, যা কাঠের বাট সহ ১৪ ইঞ্চি লম্বা, যার লোহার অংশে ০২টি ছিদ্র আছে, (গ) ০১(এক)টি কাঠের হাতলযুক্ত লোহার হাতুড়ি, (ঘ) লাল টেপ দ্বারা মোড়ানো ০১(এক)টি কাঠের লাঠি, যা ২৩ ইঞ্চি লম্বা, (ঙ) ০১(এক)টি স্টীলের পাইপ, যা ২৩ ইঞ্চি লম্বা, (চ) সাদা রংয়ের মোটা সুতার রশি, যা ১২ ফুট লম্বা আলামত উদ্ধার করা হয়।

আসামিদের পিসিপিআর পর্যালোচনায় ধৃত আসামিরা সকলেই আন্তঃ জেলা ডাকাত দলের সক্রিয় সদস্য বলে জানা যায়। তাদের নামে ডিএমপি, আরএমপি, জিএমপি, খাগড়াছড়ি জেলায় চুরি ও ডাকাতির একাধিক মামলা রয়েছে। ধৃত আসামিসহ অজ্ঞাতনামা পলাতক আসামিরা আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে পরস্পর যোগসাজশে ঘটনাস্থলে একত্রিত হয়ে এলাকায় ডাকাতির প্রস্তুতি গ্রহণ করছিল।

উল্লিখিত ধৃত আসামিসহ পলাতক অজ্ঞাতনামা ৮/৯ জন আসামিদের বিরুদ্ধে নড়াইল সদর থানায় ডাকাতির প্রস্তুতির মামলা রুজু করা হয়েছে। আসামিদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। নড়াইল জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাঃ মেহেদী হাসান মহোদয়ের সার্বিক দিক নির্দেশনায় আসন্ন ঈদকে সামনে রেখে জনগণের জান মালের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলা পুলিশ সর্বদা তৎপর রয়েছে।

মন্তব্য ( ০)





  • company_logo