• অপরাধ ও দুর্নীতি

ফরিদপুরে দেশীয় অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত চক্রের ৬ সদস্য গ্রেফতার 

  • অপরাধ ও দুর্নীতি
  • ০৪ এপ্রিল, ২০২৪ ১৯:১৬:৫৮

ছবিঃ সিএনআই

ফরিদপুর  প্রতিনিধিঃ ফরিদপুরের ভাঙ্গায় অভিযান চালিয়ে আন্তঃজেলা ডাকাত দলের ৬ সদস্যকে গ্রেফতার করেছে ভাঙ্গা থানা পুলিশ। বৃহস্পতিবার  বিকেলে ভাঙ্গা থানা চত্বরে এক সংবাদ সম্মেলনে এ ঘটনা নিশ্চিত করেন ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ মামুন আল রশিদ। 

গ্রেফতারকৃতরা হচ্ছে উপজেলার হাজরাহাটি গ্রামের সেকুম খয়রাতীর ছেলে কালাচান খয়রাতী(২১), পূর্ব হাসামদিয়া গ্রামের আব্বাস আলীর ছেলে জসিম(৩২), পশ্চিম হাসামদিয়া গ্রামের ওবায়দুল মিয়ার ছেলে সাকিব মিয়া(২৫), আতাদী গ্রামের খোকা শেখের ছেলে রুবেল শেখ(৩৫), গোপালগঞ্জের মুকসুদপুরের মহারাজপুর গ্রামের তৈয়দুল শেখের ছেলে মামুন(৩০) ও ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার সূর্যপাশা গ্রামের আবুল মিয়ার ছেলে তরিকুল ইসলাম(৩০)। 

মামুন আল রশিদ জানান, বুধবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে ভাঙ্গা  রেল স্টেশন সংলগ্ন  বগাইলগামী সার্ভিস উত্তর পাশে ব্রিজের নিচ থেকে ভাঙ্গা থানার এসআই রাকিব এবং এএসআই পরিতোশ সহ ভাঙ্গা থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে ডাকাত দলকে গ্রেফতার করে। এ সময় তাদের নিকট থেকে ডাকাতি কাজে ব্যবহৃত চাইনিজ কুড়াল,রামদা, লোহার রড,চাকু সহ বেশ কিছু দেশীয় অস্ত্র জব্দ করে। 

 ডাকাত দলের অন্যান্য সদস্যদের গ্রেফতারে তৎপর রয়েছে বলে । পরে তাদেরকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।  

 এ সময় পুলিশের উর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 

মন্তব্য ( ০)





  • company_logo