• অপরাধ ও দুর্নীতি

চাঁপাইনবাবগঞ্জে দুই ছিনতাইকারী গ্রেপ্তার

  • অপরাধ ও দুর্নীতি
  • ২৯ মার্চ, ২০২৪ ১৯:১৮:০০

ছবিঃ সিএনআই

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জে বীমা কর্মকর্তার টাকা ও মোটরসাইকেল ছিনতাইয়ের অভিযোগে দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে পৌর এলাকার পাঠানপাড়া-ফুড অফিস মোড় থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছ থেকে ছিনতাইয়েল ৪২ হাজার টাকা ও মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। 

গ্রেপ্তারকৃতরা হলেন, পাঠানপাড়া ফুড অফিস মোড়ের মৃত হাফিজুর রহমানের ছেলে হাসানুর রহমান হাসান (৩০) ও খরমান আলীর ছেলে  আরফান আলী ছোটন(২৪)। সদর থানার ওসি মিন্টু রহমান জানান, ২৫ মার্চ রাতে চাঁপাইনবাবগঞ্জ শহরের স্বরুপনগরে ছিনতাইয়ের শিকার হন একটি বীমা কোম্পানীর ইউনিট ম্যানেজার রায়হান আলী।

অজ্ঞাত চার ছিনতাইকারীরা তাকে মারধর করে ৪২ হাজার টাকা ও মোটরসাইকেল ছিনিয়ে নেয়। এ ঘটনায় রায়হান আলী বাদী হয়ে ২৮ মার্চ সদর থানায় মামলা দায়ের করেন। এরপর সাড়াশি অভিযানে নামে পুলিশ এবং রাতেই মামলা দায়েরের ৩ ঘন্টার মধ্যে  হাসানুর রহমান ও আরফান আলীকে গ্রেপ্তার করে। এ সময় তাদের কাছ থেকে ছিনতাই হওয়া টাকা ও মোটরসাইকেল উদ্ধার করা হয়।

মন্তব্য ( ০)





  • company_logo