• অপরাধ ও দুর্নীতি

কুড়িগ্রামে ৮ বছর পলাতক থাকার পর মাদক মামলার আসামী গ্রেফতার

  • অপরাধ ও দুর্নীতি
  • ১৯ ডিসেম্বর, ২০২৩ ১৬:০৮:৫৯

ছবিঃ সিএনআই

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামে ৮ বছর পলাতক থাকার পর মাদক মামলার আসামী আব্দুল মোত্তালেব (৫০)কে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ জানায়, নাগেশ্বরী থানায় ২০১০ সালে মাদকসহ হাতেনাতে গ্রেফতার হয় ফুলবাড়ীর কাশিপুর এলাকার মাদক কারবারি আব্দুল মোত্তালেব। পরবর্তীতে আসামী জামিনে মুক্তি পাওয়ার পর ২০১৬ সাল থেকে পলাতক ছিলেন। সে বিভিন্ন জেলায় আত্মগোপন করে ঢাকার মিরপুর দুয়ারীপাড়ায় বসবাস করে। গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে ফুলবাড়ী থানা পুলিশের একটি চৌকস টিম আসামী ফুলবাড়ীতে নিজ বাসায় আসা মাত্র তাকে ওয়ারেন্ট মূলে গ্রেফতার করা হয়। মাদক অপরাধে তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার ( পুলিশ সুপার  হিসার পদোন্নতি প্রাপ্ত) রুহুল আমীন বলেন, কুড়িগ্রাম জেলায় কেউ অপরাধ করে পার পায় না। আমরা দেশের বিভিন্ন প্রান্ত থেকে অপরাধীদের গ্রেফতার করে আইনের মুখোমুখি করছি। একটি উন্নয়নমুখী নান্দনিক মাদকমুক্ত কুড়িগ্রামের প্রত্যয়ে জেলা পুলিশ সকলের সহায়তা কামনা করে।

মন্তব্য ( ০)





  • company_logo