• সমগ্র বাংলা

রাঙামাটিতে সপ্তাহব্যাপী বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষমেলার সমাপনী

  • সমগ্র বাংলা
  • ০২ আগস্ট, ২০২৩ ১১:৪৪:১১

ছবিঃ সিএনআই

রাঙামাটি প্রতিনিধিঃ রাঙামাটিতে বৃক্ষমেলার সমাপনী অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (০১আগষ্ট) বিকেলে রাঙামাটি পৌরসভা মিলনায়তনে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক এস এম ফেরদৌস ইসলাম। পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা ছালেহ মো. শোয়াইব খান এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তৃতা করেন, অতিরিক্ত পুলিশ সুপার জাহিদুল ইসলাম, ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মো. জাহিদুর রহমান মিয়া, রাঙামাটি অঞ্চলের উপ-বন সংরক্ষক আবু নাছের মোহাম্মদ ইয়াছিন নেওয়াজ, পার্বত্য চট্টগ্রাম উত্তর বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মো. রেজাউল করিম চৌধুরী এবং অশ্রেণীভুক্ত বনাঞ্চল বনীকরণ বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মোহাম্মদ সোহেল রানা।

সমাপনী অনুষ্ঠানে বক্তারা বলেন, গাছ ছাড়া এ পৃথিবীতে বেঁচে থাকা সম্ভব নয়। তাই এ পৃথিবীকে বাঁচাতে সভ্যতা রক্ষায় গাছের কোন বিকল্প নেই। আলোচনা সভার পর শ্রেষ্ঠ স্টল মালিকদের মাঝে ক্রেস্ট এবং সনদ প্রদান করা হয়। সপ্তাহব্যাপী এ মেলায় ২৬ হাজার চারা বিক্রি এবং ১৫ লাখ টাকা আয় করা হয়েছে বলে মেলা কর্তৃপক্ষ জানিয়েছে।

মন্তব্য ( ০)





  • company_logo