• গণমাধ্যম

জামালপুরে পশ্চিমবঙ্গের লোককবি দেবব্রত সিংহের ‘তেজ’ নাটক মঞ্চস্থ

  • গণমাধ্যম
  • ০৮ জুলাই, ২০২৩ ১২:৩৫:৫৪

ছবিঃ সিএনআই

জামালপুর প্রতিনিধি: জামালপুরের ঐতিহ্যবাহী নাট্য সংগঠন থিয়েটার অঙ্গনের আয়োজনে ভারতের পশ্চিমবঙ্গের লোককবি দেবব্রত সিংহের লেখা ‘তেজ' নাটকের ৫ম প্রদর্শনী মঞ্চস্থ হয়েছে। গতকাল শুক্রবার ( ৭ জুলাই) রাতে জামালপুর জেলা শিল্পকলা একাডেমীর বীর মুক্তিযোদ্ধা গীতিকার নজরুল ইসলাম বাবু মিলনায়তনে অনুষ্ঠিত হয়। 

পশ্চিমবঙ্গের লোককবি দেবব্রত সিংহের ‘তেজ’ নাটকটি মঞ্চস্থ হয়। কবি নিজেই তার ‘তেজ’ কবিতাটিকে নাট্যরূপ দিয়েছেন। নাটকটির নির্দেশনায় ছিলেন নাট্যকার ও নির্দেশক শাহীন রহমান। নাটকটিতে সমাজে টিকে থাকতে শিক্ষা ও আত্মনির্ভরশীলতাকে গুরুত্ব দিয়ে একটি সাধারণ পরিবারের প্রতিবাদী সংগ্রামী জীবন ও সেই পরিবারের এক কিশোরী মেয়ের রুখে দাঁড়ানোর তেজের সফলতার চিত্র তুলে ধরা হয়েছে।

নাটকটি শুধু এপার-ওপার দুই বাংলার সমাজিক নানা অসঙ্গতিই তুলে ধরা হয়নি এক অর্থে তৃতীয় বিশ্বের অতি সাধারণ মানুষের ওপর অত্যাচার, শোষণ, নির্যাতনের খন্ডচিত্র তুলে ধরা হয়েছে এই নাটকের মাধ্যমেই। বিপুল সংখ্যক দর্শক নাটকটি উপভোগ করেন। দুই বাংলার মধ্যে বাংলাদেশের জামালপুর জেলাতেই ‘তেজ’ নাটকটি পঞ্চমবারের মতো মঞ্চস্থ হলো। 

 

মন্তব্য ( ০)





  • company_logo