• অপরাধ ও দুর্নীতি

চট্টগ্রামে আবারও উদ্ধার ১৭৩ টি ডিভাইস, গ্রেফতার ৬ জন

  • অপরাধ ও দুর্নীতি
  • ১৩ আগস্ট, ২০২২ ১৩:৪০:২৮

ছবিঃ সিএনআই

মোহাম্মদ তারেক, চট্টগ্রামঃ বিভিন্ন অসৎ উপায়ে বাস স্টেশন, বিপনী বিতান এবং গাড়ি থেকে মোবাইল ফোন এবং ল্যাপটপ চুরি ছিনতাই করে বিভিন্ন মার্কেটে বিক্রয় করে একটি চক্র। পুরা শহর জুড়ে চুরি ছিনতাই কার্যক্রমকে পর্যবেক্ষণের পর অভিযান পরিচালনা করেছে ডিবি চট্টগ্রাম উত্তর বিভাগ। এরি ধারাবাহিকতায় মোট ১৭৩ টি ডিভাইস সহ ৬ জনকে গ্রেফতার করেছে ডিবি।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ জানায়, মহানগর গোয়েন্দা (উত্তর) বিভাগের উপ-পুলিশ কমিশনার মহোদয়ের সার্বিক দিক নির্দেশনায়, অতিঃ উপ-পুলিশ কমিশনার জনাব মোঃ জহিরুল ইসলাম এর তত্ত্বাবধানে, সহকারী পুলিশ কমিশনার জনাব মোঃ কামরুল হাসান (বর্তমানে অতিরিক্ত পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) এর নেতৃত্বে ডিবি বিশেষ টিম উত্তর এর অফিসার ও ফোর্স গণ গোপন সংবাদের ভিত্তিতে ১১ই আগস্ট রাত থেকে ১২ই আগস্ট দুপুর পর্যন্ত অভিযান পরিচালনা করেন।

উক্ত অভিযান পরিচালনা করে পুরাতন রেলষ্টেশন থেকে খোরশেদ আলম(৩২) ও  কামাল(৩২)’দ্বয়কে আটক করে তাদের কাছ থেকে ৪টি চোরাই মোবাইল উদ্ধার করেন বলে জানান। পরে তাদের জিজ্ঞাসাবাদে জানা যায় উক্ত মোবাইলগুলো তারা রিয়াজ উদ্দিন বাজারস্থ আব্দুল লতিফ মার্কেটের ৬ষ্ঠ তলার সুরুজ মিয়া (৩২), জয় চৌধুরী (২৫), বাবু (৩২)’দের নিকট বিক্রি করার জন্য নিয়ে যাচ্ছিলেন বলে স্বীকার করে।

পুনরায় তাদের নিয়ে অভিযান পরিচালনা করে আব্দুল লতিফ মার্কেটের ৬ষ্ঠ তলার ১৫৪ নং রুম থেকে সুরুজ মিয়া (৩২), জয় চৌধুরী (২৫) ও বাবু (৩২) কে ১৬টি চোরাই মোবাইল সহ গ্রেফতার করা হয়।

তাদেরকে জিজ্ঞাসাবাদ করলে তারা জানায় চোরাই মোবাইলগুলো তারা দেওয়ান বাজারের তানভীর হাসান এর মাধ্যমে আইএমইআই নাম্বার পরিবর্তন করে বিভিন্ন জায়গায় বিক্রি করে থাকে।

ধৃতদের দেখানো মতে তানভীর হাসান(২৫)’কে ১৩৬টি চোরাই মোবাইল, ৭টি ল্যাপটপ, ৮টি আইএমইআই চেঞ্জিং ডিভাইস, ২টি ফ্লাশিং ডিভাইস সহ গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতগন মোবাইল, ল্যাপটপ চোর চক্রের সক্রিয় সদস্য। তাহারা পরস্পর যোগসাজসে মোবাইল ও ল্যাপটপ চুরি করে আইএমইআই পরিবর্তনের মাধ্যমে বিভিন্ন জায়গায় বিক্রি করে থাকে।

উদ্ধারকৃত মোবাইলের আইএমইআই নাম্বারঃ
351389781950330, 8638670591521, 863909051610119, 861618044066535, 869844050962290, 86454705524199, 86781304252035, 353216542223842, 868477053052156, 864131051231262, 355552220155882, 867807045242310, 867334041184198, 357412/07/755118/7, 352399/91/153124/2, 863338745121211, 869913043728553, 863480048640288, 980052005221564, FX502V, Made in china, 5CB2205619, PCID 058A100000004C10002600000, CND52564YW, PC/D, A3008CD10003, 354738065953249-01, 357070100182957, 357070100182965, 350458610566941, 352162350566941
868477052611937, 868477052611929, 864496057434651, 86449605743464, 357484290180830, 357621480180837, 863548050283468, 863548050283476, 353755/091701065/856/09, 862453050720539, 86245305072052

ল্যাপটপের সিরিয়াল নাম্বারসমূহঃ
FX502V, Made in china, 5CB2205619, PCID058A100000004C10002600000
CND52564YW, PC/D, A3008CD10003, 354738065953249-01, 357070100182957, 357070100182965

মন্তব্য ( ০)





  • company_logo