
ছবিঃ সংগৃহীত
বিনোদন ডেস্কঃ এ বছরের ‘মিস ইন্ডিয়া’ মুকুট জিতেছেন কর্নাটকের সিনি শেঠি (২১)। ৩১ জন ফাইনালিস্টকে হারিয়ে এই দুর্দান্ত জয় পান তিনি। এতে প্রথম রানার আপ হয়েছেন রাজস্থানের রুবাল শেখাওয়াত ও দ্বিতীয় রানার আপ হয়েছেন উত্তর প্রদেশের শিন্তা চৌহান।
এবারের (২০২২ সাল) মিস ইন্ডিয়ার ফাইনাল অনুষ্ঠিত হয়েছে মুম্বাইয়ের জিও ওয়ার্ল্ড কনভেনশন সেন্টারে।
অনুষ্ঠানে সব প্রতিযোগী তাদের সৌন্দর্যের পাশাপাশি তাদের মেধা ও বুদ্ধিদীপ্ত আচরণ দিয়ে বিচারকদের মন জয় করেন। তবে স্বাভাবিকভাবেই এগিয়ে ছিলেন সিনি শেঠি। যে কারণে তিনি মিস ইন্ডিয়ার খেতাব পেয়েছেন।
প্রতিযোগিতায় বিচারকদের প্যানেলে ছিলেন- মালাইকা আরোরা, নেহা ধুপিয়া, ডিনো মারিয়া, রাহুল খান্না, রোহিত গান্ধী শমাক ডাবর। এছাড়াও বলিউডের অনেক তারকা এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
সিনি শেঠি অ্যাকাউন্টিং ও ফিন্যান্সে স্নাতক করেছেন। চার বছর বয়স থেকে তিনি নাচ শেখেন।
দিনাজপুর প্রতিনিধিঃ প্রেমিকার বিগড়ে যাওয়া মন গলাতে&n...
এহসান রানা ,ফরিদপুরঃ ফরিদপুরের নগরকান্দা উপজেলায় পূজ...
ওসমান গনি,বেনাপোলঃ বেনাপোল বন্দরে আমদানিকৃত পন্যবাহী...
রাশেদ খান,টাঙ্গাইলঃ টাঙ্গাইল জেলার শ্রেষ্ঠ ওসি হলেন গোপাল...
মন্তব্য ( ০)