• তথ্য ও প্রযুক্তি
  • লিড নিউজ

নারী নাকি পুরুষ, মশা কাকে বেশি কামড়ায়?

  • তথ্য ও প্রযুক্তি
  • লিড নিউজ
  • ৩০ মে, ২০২২ ২৩:৫৯:৪২

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ মশার যন্ত্রণা নিয়ে আমাদের অভিযোগের শেষ নেই। অনেকেই মনে করেন অন্যদের চাইতে তাকে মশারা বেশি পছন্দ করে, তাই কামড়ও খেতে হয় বেশি।

তবে নারী ও পুরুষদের মধ্যে কাকে মশা বেশি কামড়ায় সেই প্রশ্নের উত্তর বেরিয়ে এসেছে এক গবেষণায়। মশাদের কার রক্ত বেশি পছন্দ - তা নিয়ে গবেষণা প্রতিবেদন প্রকাশ করেছে বিজ্ঞান সাময়িকী ল্যানসেট।

এতে দেখা যাচ্ছে, নারীদের চাইতে পুরুষদের বেশি মাত্রায় মশার কামড় খেতে হয়। তবে এর পেছনে পুরুষদের রক্তের কোনও বৈশিষ্ট্য দায়ী নয়। গবেষকরা বলছেন পুরুষের শরীরের গড় আয়তন নারীদের তুলনায় বেশি হওয়ার কারণেই মশা তাদের বেশি বেশি কামড়ানোর সুযোগ পায়।

স্বাভাবিকভাবেই শরীরের আয়তন বেশি হওয়ায় পুরুষের দেহে ত্বকের পরিমাণ বেশি। তাই ত্বক থেকে কার্বন ডাই অক্সাইডও অধিক মাত্রায় নির্গত হয়, ফলে পুরুষদের ত্বকের তাপমাত্রাও বেশি থাকে। আর সেকারণেই মশারা কামড়াতে বেশি পছন্দ করে।

মন্তব্য ( ০)





  • company_logo