• বিনোদন

বারী সিদ্দিকীর স্মরণে এবার গাইবেন জনপ্রিয় শিল্পীরা

  • বিনোদন
  • ২৭ নভেম্বর, ২০২১ ১৬:৫৪:৪১

ছবিঃ সংগৃহীত

বিনোদন ডেস্কঃ ২০১৭ সালের ২৪ নভেম্বর না ফেরার দেশে চলে যান লোকজ ও আধ্যাত্মিক ঘরানার গানের জনপ্রিয় শিল্পী বারী সিদ্দিকী। দুই দিন আগেই গেছে তার চতুর্থ মৃত্যুবার্ষিকী। এবার প্রয়াত এই কিংবদন্তির স্মরণে একটি অনুষ্ঠানের আয়োজন করছে ‘বারী সিদ্দিকী স্মৃতি পরিষদ’।                                        

আগামীকাল ২৮ নভেম্বর (রোববার) বিকেল ৫টায় বাংলাদেশ কচিকাঁচার মেলা মিলনায়তনে হবে এই আয়োজন। অনুষ্ঠানে থাকবে মাটি ও মানুষের শিল্পী, সুরের জাদুকর ও প্রখ্যাত এই বংশী বাদকের স্মরণে স্মৃতিচারণ, গুণীজন সম্মাননা ও আলোচনা। সংগঠনের সভাপতি প্রিন্স আলমগীর এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন।      

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শিল্পপতি ও সংগীতানুরাগী ফিরোজ হায়দার খান, বিশেষ অতিথি হিসেবে থাকবেন গীতিকার হাসান মতিউর রহমান, মোঃ লিটন মিয়া, পল্লী মালেক, গীতিকার আশরাফ ফারুক, গীতিকার মোঃ আব্দুর রাজ্জাক, মোঃ সেলিম রেজা, প্রফেসর জে আলী, মোঃ জাফর আলী খান, নজরুল ইসলাম চৌধুরী, আক্তারুজ্জামান বাবুল, কাজী আঃ সালাম, মীর গোলাম ফারুক প্রমুখ ।

আয়োজনে সভাপতিত্ব করবেন বারী সিদ্দিকী স্মৃতি পরিষদের প্রধান উপদেষ্টা অভিনেতা ডি এ তায়েব। উদ্বোধন করবেন তরুণ শিল্পপতী এ আর খান আখিঁর। উপস্থিত অতিথিরা বারী সিদ্দিকী সম্পর্কে স্মৃতিচারণ ও আলোচনা করবেন।

উক্ত অনুষ্ঠানে বারী সিদ্দিকীর জনপ্রিয় গানগুলো পরিবেশন করবেন আশরাফ উদাস, শাহনাজ বেলী, ফকির শাহাবুদ্দিন, নকুল কুমার বিশ্বাস, আলম আরা মিনু, নাসরিন আক্তার বিউটি, গামছা পলাশ, পথিক হাসান, নোলক বাবু, বিন্দু কনা, এম এম শফি, সুমি মির্জা, চৈতি রহমান, কামরুজ্জামান রাব্বী, তামান্না হক, জুয়েল সরকার, প্রিন্স আলমগীর প্রমুখ।

মন্তব্য ( ০)





  • company_logo