• কূটনৈতিক সংবাদ

রোহিঙ্গা ক্যাম্পে নরওয়ে রাস্ট্রদূত

  • কূটনৈতিক সংবাদ
  • ২৭ সেপ্টেম্বর, ২০২১ ১৮:১৯:১৩

ছবিঃ সিএনআই

কক্সবাজার প্রতিনিধি : রোহিঙ্গা ক্যাম্পে ঘুরে গেলেন বাংলাদেশে নিযুক্ত নরওয়ে রাস্ট্রদূত মিস্টার ইস্পেন রিক্টার স্ভেন্ডসেন (Mr. Espen Rikter-Svendsen)।  তিনি  ২৭ সেপ্টেম্বর সোমবার সকাল  সাড়ে  ১১ টার দিকে কক্সবাজারের উখিয়া কুতুপালং  রোহিঙ্গা ক্যাম্প-২ ইস্টে পৌঁছেন।   নরওয়ের রাষ্ট্রদূত দূতাবাসের সিনিয়র  এডভাইজার মিস্টার মোরশেদ আহমেদসহ  দু" সদস্য বিশিষ্ট একটি প্রতিনিধি দলের নেতৃত্বে দিচ্ছিলেন। 

এ সময়  এনআরসি লার্নিং সেন্টার  পরিদর্শন ও রোহিঙ্গাদের সাথে মতবিনিময় করেন। পরে দুপুর ১২ টার দিকে  প্রতিনিধি দলটি ক্যাম্প-২ ইস্ট ব্লক -ডি/৫ পরিদর্শন শেষে প্রতিনিধি দলটি  ক্যাম্প-৮ ওয়েস্ট ঘুরে  ক্যাম্প  ২ ইস্ট ত্যাগ করেন।   কক্সবাজার ১৪ আর্মাড পুলিশ ব্যাটালিয়ন  (এপিবিএন)  অধিনায়ক (এসপি) মো নাইমুল হক সংবাদের সত্যতা নিশ্চিত করেন।  

মন্তব্য ( ০)





  • company_logo