• অপরাধ ও দুর্নীতি

শেরপুরে কিশোরীকে অপহরণের পর ধর্ষণ, যুবকের ৪৪ বছরের কারাদন্ড

  • অপরাধ ও দুর্নীতি
  • ২০ সেপ্টেম্বর, ২০২১ ১৬:২৬:৫৪

প্রতীকী ছবি

শেরপুর প্রতিনিধিঃ শেরপুরে কিশোরীকে (১৩) অপহরণের পর ধর্ষণের দায়ে এক যুবককে দুটি পৃথক ধারায় যাবজ্জীবন কারাদন্ড ও ১৪ বছরের সশ্রম কারাদন্ডসহ মোট ৪৪ বছরের কারাদন্ড দিয়েছে আদালত। দন্ডপ্রাপ্ত যুবকের নাম বাবুল মিয়া ওরফে বাবুল কবিরাজ (৩১)। তিনি সদর উপজেলার চরশেরপুর পূর্বপাড়া গ্রামের তৈমদ্দিনের ছেলে। শেরপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা জজ) মো. আখতারুজ্জামান রবিবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে ওই রায় ঘোষণা করেন।

জানা গেছে, কিশোরীকে অপহরণের দায়ে আদালত আসামি বাবুল মিয়াকে নারী ও শিশু নির্যাতন দমন আইনে ১৪ বছরের সশ্রম কারাদন্ড এবং ১০ হাজার টাকা অর্থদন্ড ও অনাদায়ে আরও ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড দেন। ধর্ষণের দায়ে তাকে যাবজ্জীবন (৩০ বছর) সশ্রম কারাদন্ড এবং ২০ হাজার টাকা অর্থদন্ড ও অনাদায়ে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদন্ডাদেশ দেন আদালত। উভয় সাজা একসঙ্গে চলমান থাকবে। 

মন্তব্য ( ০)





  • company_logo