• তথ্য ও প্রযুক্তি

আরও সাত দেশে গুগলের ভিপিএন

  • তথ্য ও প্রযুক্তি
  • ১২ আগস্ট, ২০২১ ১৫:৫৩:৩০

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ  মার্কিন প্রযুক্তি জায়ান্ট গুগল তাদের ওয়ান প্লানের দুই টেরাবাইট অথবা প্রতি মাসে ১০ ডলারের সাবস্ক্রাইবারদের বাড়তি সুবিধা হিসাবে মোবাইল ভিপিএস সেবা দিয়ে থাকে। তবে এতদিন পর্যন্ত ভিপিএন সেবাটি শুধু যুক্তরাষ্ট্রের গ্রাহকদের জন্য উন্মুক্ত ছিল।

এবার আরও সাতটি দেশে উন্মুক্ত হলো গুগল ওয়ান প্লান ভিপিএন। গত মঙ্গলবার থেকে মেক্সিকো, কানাডা, যুক্তরাষ্ট্র, ফ্রান্স, জার্মানি, স্পেন ও ইতালির অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য উন্মুক্ত হয়েছে এই ভিপিএন সেবা। এ সেবাটি ব্যবহারকারীর সব মোবাইল ট্রাফিক এনক্রিপ্ট করে, যার মাধ্যমে ব্যক্তিগত তথ্য বেহাত হওয়ার সম্ভাবনা থাকে না। এটি গুগল ওয়ান অ্যাপের সঙ্গেই পরিচালিত হয়। গুগল জানিয়েছে, আপনি যেই অ্যাপই ব্যবহার করেন না কেন এই ভিপিএন আপনার ডেটা এনক্রিপ্টও রক্ষা করবে। উন্মোচনের পর থেকে এখন পর্যন্ত ভিপিএনটিতে বেশকিছু আপডেটও আনা হয়েছে বলে জানিয়েছে প্রযুক্তি জায়ান্টটি।

মন্তব্য ( ০)





  • company_logo