• গণমাধ্যম

পাবনা প্রেসক্লাব সম্পাদকের বিরুদ্ধে মামলার প্রতিবাদে চাটমোহর প্রেসক্লাবের মানববন্ধন

  • গণমাধ্যম
  • ১০ আগস্ট, ২০২১ ১৪:৪৮:৫০

ছবিঃ সিএনআই

চাটমোহর (পাবনা) প্রতিনিধি : পাবনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক,বাংলাদেশ প্রতিদিন ও সময় টিভির পাবনা প্রতিনিধি এবং অনলাইন নিউজ পোর্টাল পাবনা মেইল২৪.কম এর সম্পাদক সৈকত আফরোজ আসাদের বিরুদ্ধে সাবেক এমপি খন্দকার আজিজুল হক আরজুর ডিজিটাল নিরাপত্তা আইনে দায়েরকৃত মামলার প্রতিবাদে মঙ্গলবার (১০ আগস্ট) সকাল ১০ টায় চাটমোহর প্রেসক্লাবের উদ্যোগে থানার আমতলা মোড়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

চাটমোহর প্রেসক্লাবের সভাপতি রকিবুর রহমান টুকুনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সঞ্জিত সাহা কিংসুকের পরিচালনায় অনুষ্ঠিত এ প্রতিবাদ কর্মসূচিতে বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক ইত্তেফাকের চাটমোহর প্রতিনিধি হেলালুর রহমান জুয়েল, পাবনা প্রেসক্লাব সদস্য ও চ্যানেল টুয়েন্টিফোরের পাবনা প্রতিনিধি শাহীন রহমান, সমকাল প্রতিনিধি শামিম হাসান মিলন,দৈনিক নয়া দিগন্তের ইকবাল কবির রন্জু,যুগান্তর প্রতিনিধি পবিত্র তালুকদার,দৈনিক সংবাদের মাসুদ রানা,জাহাঙ্গীর আলম মধু,চাটমোহর রিপোর্টার্স ইউনিটির সাধারন সম্পাদক শেখ সালাউদ্দিন ফিরোজ,এলডিওর নির্বাহী পরিচালক নুরে আলম মন্জু সহ প্রমুখ।

এ সময় অন্যান্যদের মধ্যে আরো উপস্হিত ছিলেন দৈনিক ভোরের দর্পনের এম এ জিন্নাহ,দৈনিক ভোরের ডাকের নুরুল ইসলাম,দৈনিক ভোরের কাগজের বকুল রহমান,দৈনিক আজকের কাগজের তুষার ভট্রার্চায্য,দৈনিক তৃৃতীয় মাত্রার তোফাজ্জল হোসেন বাবু,দৈনিক গণ জাগরণের জাকির সেলিম, দৈনিক মাতৃজগতের শাহ আলম দৈনিক গণকন্ঠের কাউছার, আলামিন সহ সাংবাদিকবৃন্দ নির্ভীক সাংবাদিক সৈকত আফরোজ আসাদের বিরুদ্ধে দায়েরকৃত ষড়যন্ত্রমূলক মামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান । তারা অবিলম্বে নিঃশর্তে এ হয়রানীমূলক মামলা প্রত্যাহারের জোর দাবি জানান। গত ৯ জুন ঢাকার সাইবার ট্রাইব্যুনাল আদালতে পাবনা ২ আসনের সাবেক এমপি খন্দকার আজিজুল হক আরজু এ মামলা দায়ের করেন।

মন্তব্য ( ০)





  • company_logo